ওয়েব ডেস্ক: চুল ঝড়ে পরছে (Hairfall) , এই সমস্যায় আজকাল প্রায় সকলেই ভুগে থাকেন। এর জন্য নিয়ম করে চুলে তেল দেওয়া থেকে শুরু করে ৩ থেকে ৪ মাস পরপরই চুল কাটেন। কিন্তু তাতেও চুল বাড়ার কোনও লক্ষণ নেই। তবে শুধু চুল কাটলেই এই সমস্যার সমাধান হবে না। স্ক্যাল্পেরও (Scalp) সঠিক পুষ্টি দরকার। তার জন্য ঘরোয়া পদ্ধিতিতেই বিভিন্ন উপায় রয়েছে। কী সেই উপায়! জানুন…
সাধারণত, ত্বকের ট্যান রিমুভের (Tan remove) ক্ষেত্রেই আমরা কফির (Coffee) প্রয়োজনীয়তা জানি। কিন্তু, আপনি কী জানেন, আপনার চুল পড়া (Hairfall) কমাতে পারে এই কফি বা চা। সঠিক উপায়ে চুলের যত্নে চা ও কফি ব্যবহার করলে দারুণ ফল পাবেন। চায়ের মধ্যে থাকে অ্যান্টি এক্সিডেন্ট। যা মূলত, চুল পড়া কমাতে এবং স্ক্যাল্পের (Scalp) সমস্যা দূর করতে সাহায্য করে।
আরও পড়ুন: বাজারে ইলিশের রমরমা! রেঁধে ফেলুন অভিনব রেসিপি…
চুল পড়া কমাতে আপনি হয়ত বাজার চলতি বহু প্রোডাক্ট ব্যবহার করে ফেলেছেন, কিন্তু তবুও আপনার এই সমস্যার কোনও সমাধান নেই। তবে কীভাবে ব্যবহার করবেন চা? চুলের দৈর্ঘ্য অনুযায়ী জল নিন। তাতে চা পাতা ফুটিয়ে নিন। এবার পানীয় ঠাণ্জা করে ছেঁকে নিন। শ্যাম্পু করার পর মাথায় ঢালুন এই চায়ের জল। পাশাপাশি হালকা হাতে মালিশ করুন স্ক্যাল্প। এরপরে পরিস্কার জল দিয়ে আবার চুল ঢুয়ে নিন।
চায়ের মত কফিও গরম জলে ফুটিয়ে, তারপরে সেটা ঠাণ্ডা করে মাথায় ঢালতে পারেন। এছাড়া কফির মাস্কও ব্যবহার করতে পারেন। নারকেল তেল ও টক দইয়ের সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। আধ ঘণ্টা পর হালকা হাতে স্ক্রাব করে চুল ধুয়ে নিন। এতে স্ক্যাল্পে থেকে যেমন তেল, ময়লা পরিস্কার হয়ে যায়, তেমনই স্ক্যাল্পে পুষ্টি জোগায়।
দেখুন খবর