দেখে বলুন তো কি মনে হচ্ছে ফুড আর্ট না অপটু হাতের তৈরি করা কোনও বিশেষ ডিশ? আর যাই হোক নেটিজেনদের মতে এ কোনও ভাবেই জুতো বলে মনে হয় না। গ্র্যামি জয়ী জনপ্রিয় র্যাপার ক্যানিয়ে ওয়েস্টে আডিডাসের ইজি শু ব্রান্ডের শালফার জুতোর আজব জিজাইন নিয়ে এভাবেই মেতে রয়েছেন নেটিজেনরা। আর তাই এখন ক্যানিয়ে ওয়েস্টর এই পোস্ট টুইটারে ভাইরাল। শুরু হয়েছে বিপুল মিম চালাচালি।
YZY 450 SULFUR
HOW DO YOU FEEL ABOUT THE SULFUR SO FAR? pic.twitter.com/WSWPwMrbbp
— YEEZY MAFIA (@theyeezymafia) July 11, 2022
কেও বলছে অপটু হাতে তৈরি পেস্ট্রি তো কেও বলছে ঠাণ্ডা হয়ে যাওয়া মাখন। আবার কারও মত কোয়ারান্টাইনে থাকাকালিন যারা বাড়িতে পাউরুটি তৈরি করা শিখেছে তাদের তৈরি পাউরুটি নিশ্চয় এ রকম দেখতে।
all the bread people baked in quarantine https://t.co/iNsWmxSdYW
— ??? ?????? (@TimBarnes451) July 11, 2022
কেও কেও আবার মোমোর সঙ্গেও তুলনা টানতে ভোলেননি। আর শুধু যে নেটিজেনরা এই কৌতুকে ভাগ নিয়েছেন তা কিন্তু নয়।
Two Sausage Rolls short of a multipack https://t.co/KNJ6RIT3jy
— Greggs (@GreggsOfficial) July 11, 2022
নেটিজেনদের উর্বর মস্তিষ্কের এই সব হাস্যকর মিমের খেলায় কোমর বেঁধে নেমে পড়েছে একাধিক খাবার ব্রান্ড। ক্যানিয়ে ওয়েস্টের এই সালফার জুতোটিকে বেকড খাবারের সঙ্গে তুলনা করেছেন।
— The Voice of Reason (@stophurtingusa) July 12, 2022
খানিকটা অদ্ভুত দেখতে এই সালফার স্নিকার চলতি বছরের মে মাসে ক্যানিয়ে ওয়েস্টের হাত ধরে বাজারে নিয়ে আসে অ্যাডিডাস। হালকা হলুদ রঙয়ের এই জুতোটি দেখতে অনেকটা হাওয়া বের করা বেলুনের মত।
— mnrrntt OBE & 65 others (@mnrrntt) July 11, 2022
যদিও ২০০ ডলারের এই ইজি ৪৫০ সালফার জুতোটির ‘প্রোডাক্ট ডেসক্রিপশনে’ লেখা রয়েছে বিশেষ ধরণের এই স্নিকারের ভেতরটা দেখতে মোজার মতো এবং বাইরেটা দেখতে অনেকটা তিমির দাঁতের মতো। এই জুতো মে মাসে বাজার আনা হলেও তখন এই নিয়ে তেমন কোনও শোরগোল শোনা যায়নি তবে এই সপ্তাহে ইজির টুইটারে হ্যান্ডেলে এই ডিজাইনার জুতোর ছবি পোস্ট করে নেটিজেনদের মতামত জানতে চাওয়া হয়। এরপরই শুরু হয় এই ‘সালফার স্নিকার’ নিয়ে টুইটের বন্যা। শুরু হয়ে একের পর এক নানা রকমের বেকড ডিশের সঙ্গে অদ্ভুত দেখতে এই জুতোর তুলনা।