ফের পার্লার-সালোঁ সব বন্ধ এখন মাথা থেকে পা পর্যন্ত পরিচর্যায় একমাত্র ভরসা ঘরোয়া টোটকা। ভেবেছিলেন ভঙ্গুর নখের যত্ন নিতে নতুন বছরে একটু পার্লার ঘুরে আসবেন কিন্তু তা আর হল না। এই অবস্থায় ভঙ্গুর নখ সারিয়ে তুলতে ঘরোয়া উপকরণে তৈরি সিরাম ব্যবহার করতে পারেন। বিভিন্ন কারনে নখ ভঙ্গুর প্রবণ হয়ে যায়। দাঁত দিয়ে নখ কাটার অভ্যেস আবার কখনও নখ সামন্য বাড়লেই আপনা থেকে ভেঙে যাওয়া। আবার অনেক সময় পুষ্টির অভাবেও ক্ষতিগ্রস্ত হয় নখ। তা, কারণ যাই হোক না কেন লম্বা নখ এবং তাতে নানা রকমের কারুকার্যের সখ এখনও অনেকের অধরা রয়ে গেছে। তাই এবার বাড়ি বসেই নখ সন্দর করে তুলতে শিখে নিন সিরাম বানানোর উপায়।
উপকরণ
সিরাম বানানোর পদ্ধতি
কীভাবে উপকার হবে-
রসুনে সেলেনিয়াম বলে একটি প্রাকৃতিক পদার্থ আছে যা নখের স্বাস্থ্য ভাল রাখে। নখ বড় করতে সাহায্য করে। আর শুধু যে নখ বড় হবে তাই নয় বরং নখের হল্দেটে দাগ সরিয়ে দেবে। অন্যদিকে ভঙ্গুর নখে পর্যাপ্ত আর্দ্রতা জুগিয়ে নখের স্বাস্থ্য ভাল করে তোলে অ্যালোভেরা।
(ছবি সৌজন্য: Pixabay)