ত্বকের তারুণ্য ও জৌলুস বজায় রাখতে শুধু ত্বক পরিচর্যাই যথেষ্ট নয়। পরিচর্যার সময় ব্যবহার করতে হবে সঠিক সরঞ্জাম। এই সব বিউটি টুলস না রাখলেই নয়। সেগুলি কি কি জেনে নিন।
ডার্মাপ্লেনিং টুল
মুখ পরিষ্কার রাখতে দারুণ কাজের এই ডার্মাপ্লেনিং টুল। ভ্রুপল্লব সুন্দর রাখতে, মুখের অবাঞ্ছিত রোমের থেকে মুক্তি পেতে এবং ত্বক মসৃণ রাখতে দারুণ কাজের এই সরঞ্জাম। বিশেষ ভাবে তৈরি এর ব্লেড ত্বকের কোনও রকম ক্ষতি করে না।
ফেসিয়াল স্প্রে
এই ফেসিয়াল মিস্ট সব সময় সঙ্গে রাখুন। এটা সানস্ক্রিনের ওপর কিংবা মেক আপের ওপর ত্বকের প্রয়োজন মত স্প্রে করে নিন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ত্বক সজীব থাকবে। এই মিস্ট মুখে, গলায় ও চুলে প্রয়োজন মত স্প্রে করে নিন।
ফেস রোলার
আসল ভোলক্যানিক পাথরের তৈরি এই রোলার ত্বকে ছোঁয়ালে একেবারে স্বর্গীয় অনুভুতি হবে। অনেকটা মিনি ফেসিয়াল মাসাজের মত। এই রোলারের বিশেষ পাথর অতিরিক্ত তেল শুষে নেয়। ত্বকের রক্ত সঞ্চালন ভাল করে এবং ত্বক উজ্জ্বল রাখে। উজ্জ্বল ও সজীব ত্বকের চাবি কাঠি এই ফেস রোলার।
লিপ টিন্ট
ন্যাচারাল কালার লিপ বাম। শীতকাল ছাড়াও বিভিন্ন কারণে শুষ্ক হয়ে যায় ঠোঁট। তাই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যুক্ত লিপ বাম বেছে নিন। বিশেষ করে উপাদান হিসেবে যদি অ্যাভোকাডো ও নারকেল তেল এই লিপ বামে থাকে ত হলে তো আর কথাই নেই। এই লিপ বাম লাগালে ঠোঁট আরও পুরু ও সুন্দর দেখাবে।
গুয়াশা ফেসিয়াল টুল
বাড়িতে থাকুন কিংবা বাড়ির বাইরে ত্বক ভাল রাখতে হাজারো ব্যস্ততার মধ্যে এই গুয়াশা টুল ভীষণ কাজের। এসেশিয়াল অয়েল কিংবা ক্রিম কিংবা মাস্ক মুখে লাগিয়ে নিন। এরপর ত্বকের মালিশের জন্য এই গুয়া শা টুল ব্যবহার করে নিন। এমন ভাবে তৈরি এই সরঞ্জামটি যে শরীরের যে কোনও অংশ প্রয়োজন মত ব্যবহার করে নিন।
(ছবি সৌজন্য: Freepik)