পুজোর ক’দিন মেকআপের বিভিন্ন সামগ্রীর ব্যবহারে ক্লান্ত ত্বককে চাগিয়ে তুলতে প্রয়োজন সঠিক পরিচর্যা। সুন্দর ত্বক পাওয়ার কোনও শর্টকাট নেই। দাগ ছোপহীন মুক্ত সুন্দর সতেজ ত্বক পেতে সঠিক রূপচর্চা মেনে চলতেই হবে। তবে সময়ের অভাবে বা ক্লান্ত দিনের শেষে অনেকেই দায়সারা ভাবে ত্বক পরিচর্যার কাজ সারেন। এক আধদিন এরকম হলে সমস্যা নেই কিন্তু দীর্ঘদিন এভাবেই চলতে থাকলে ত্বকের ক্ষতি হতে বাধ্য। তাই অবস্থার অবনতি হওয়ার আগেই আপনার স্কিনকেয়ার রেজিমে এই বিষয়গুলির দিকে আপনি নজর দিচ্ছেন কিনা যাচাই করে নিন। ত্বকের পরিচর্যায় ব্যবহার করুন এই সাতটি সামগ্রী। কাজের ব্যাস্ততা হোক বা আলসেমি বাঁধ সাধতে পারবেনা কোনও কিছুই।
স্লিপ মাস্ক- পরিবেশ দূষণ, আবহাওয়ার তারতম্য থেকে ত্বকের রক্ষা করবে এই মাস্ক। সারাদিনের ক্লান্তি ঘুচিয়ে মুখের দাগ ছোপ সারিয়ে তুলবে, ব্রণ হাত থেকে বাঁচাবে এবং ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা ফুটিয়ে তুলবে। এই স্লিপ মাস্ক মুখে লাগিয়ে আপনি নিশ্চিন্তে পারি দিন ঘুমের দেশে।
ফুট হাইড্রেশন শকস মাস্ক
নিত্য দিনের ছোটাছুটিতে কম চাপ পরে না পায়ের ওপর। বেশ কিছুদিন ধরেই ভাবছেন সময় বার করে একটি ফুট স্পা করবেন। সালোঁ বা পার্লারে যাওয়ার সাহস হচ্ছে না আর বাড়িতে ফুট স্পা করার ঝক্কি পোয়াতে মন ও শরীর সায় দিচ্ছে না। কুছ পরোয়া নেহি, শুষ্ক ও শক্ত পায়ের চামড়া কে সতেজ ও সুন্দর করে তুলতে খুবই কার্যকরী এই ফুট হাইড্রেশন শকস মাস্ক।
শিট মাস্ক
ত্বকের সহজ ও চটজলদি পরিচর্যায় এই মাস্কের জবাব নেই। বাড়িতে বসে অফিসের কাজই হোক বা ছুটির দুপুরের ভাত ঘুম, এই মাস্ক লাগিয়ে যেটা ইচ্ছে করুন। ত্বকের খেয়াল রাখার পাশাপাশি অন্যান্য কাজও হয়ে যাবে। আলাদা করে রূপচর্চার জন্য সময় বার করতে হবে না।
মেক আপ রিমুভার ওয়াইপস
লেট নাই পার্টি মানেই বাড়ি ফিরে কোনও রকমে মুখ পরিষ্কার করে শুতে যাওয়া। মেক আপ চড়া থাকলে ওই রোজকার ক্লেনজিং ক্রিম খুব একটা কাজে দেয় না। এক্ষেত্রে এই মেক আপ রিমুভার ওয়াইপস খুবই কাজের। মুখের বার বার ক্লেনজার লাগানোর হ্যাপা নেই। প্রয়োজন নেই বাড়তি কোনও বল প্রয়োগেরও। খুব সহজেই চটপট কাজ সেরে ফেলে এই মেকআপ ওয়াইপস।
মিশেলার ক্লেনজিং ওয়াটার
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে খুবই কার্যকরী এই মিশেলার ক্লেনজিং ওয়াটার। ত্বক পরিচর্যায় যাঁরা বাড়তি সময় খরচ করতে পছন্দ করেন না তাঁদের জন্য একেবারে মনের মত জিনিস।
রোজ ওয়াটার টোনার
ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে খুবই প্রয়োজনীয় টোনার। এটা ত্বকের pH ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। এর ফলে ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে ব্রণর সমস্যার সৃষ্টি করে না। কিংবা অতিরিক্ত শুষ্ক হয়ে মুখে বলিরেখা পড়ে না। তবে টোনার বাছার ক্ষেত্রে মনে রাখবেন সেটা যেন অ্যালকোহল ফ্রি হয়। টোনার সবধরনের ত্বকের পক্ষে উপকারী।
ফেসিয়্যাল ক্লেনজিং ম্যাসেঞ্জার ব্রাশ
ঘাম ও ধুলোবালি জমে ত্বকের রোমকূপের ছিদ্র বন্ধ হয়ে যায়। এই জমা ময়লা পরিষ্কার করতে এই ফেসিয়্যাল ক্লেনজিং ম্যাসেঞ্জার ব্রাশ খুবই কার্যকরী। ব্ল্যাকহেডস, ময়লা, মেকআপ এমনকী ত্বকের মৃত একবারেই সবকিছু পরিষ্কার করে দেয় এই ব্রাশ।