বেড়াতে বেরিয়ে যাত্রার ধকল যাতে আপনার মুখে ছাপ না ফেলে এবং আপনার সেলফি পার্ফেক্ট লুক যাতে নষ্ট না হয় তার জন্য হ্যান্ড ব্যাগে এই মেকআপ সরঞ্জামগুলি অবশ্যই রাখুন। যেমন-
বডি মিস্ট (body mist)
ট্র্যাভেল ব্যাগে অবশ্যই রাখুন বডি মিস্ট এর ফলে সারাদিন আপনাকে ফ্রেশ দেখাবে।
ফেস ওয়াইপস (face wipes)
ঘুরতে বেড়িয়ে সঙ্গে রাখতে ভুলবেন না ফেস ওয়াইপস। এটা সঙ্গে থাকলে মুখ সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন।
বিবি ক্রিম বা সিসি ক্রিম (BB cream/ CC cream)
ত্বকের ধরণ অনুযায়ী বেছে নিন বিবি ক্রিম কিংবা সিসি ক্রিম। ত্বক যদি শুষ্ক হয় তাহলে বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। তৈলাক্ত ত্বক হলে সিসি ক্রিম বাছুন। ইনস্ট্যান্ট লুক ট্র্যান্সফর্মেশনের জন্য এই দুই ক্রিমের জুড়ি মেলা ভার। যাত্রা ধকল নিমেষে মুখ থেকে মুছে গিয়ে মুখ হয়ে ওঠবে তরতাজা।
চিরুণি (comb)
এই সব ক্রিম বাছতে গিয়ে ও ঘুরে বেড়ানোর উত্তেজনায় এই ছোট্ট জিনিসটি সঙ্গে রাখতে ভুলবেন না যেন।
লিপ বাম (lip balm)
ঘুরতে বেড়িয়ে একাধিক কারণে ঠোঁট ফেটে যেতে পারে। তাই ঠোঁট ফাটার সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সঙ্গে লিপবাম রাখতে ভুলবেন না। আরও ভাল হয় যদি এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করতে পারেন। এতে রোদেও আপনার ঠোঁটের লাবণ্য নষ্ট হবে না।
কনসিলার (concealer)
মুখের দাগ ছোপ কিংবা ডার্ক সার্কেল ঢাকতে কনসিলারের জুড়ি মেলা ভার। তাই বেড়াতে বেরিয়ে পার্সে কনসিলার রাখতে ভুলবেন না।
কাজল (kajal)
হ্যান্ড ব্যাগে কাজল অবশ্যই রাখুন।
লিপস্টিক(lipstick)
একসঙ্গে একাধিক শেডস রয়েছে এমন লিপস্টিক সঙ্গে রাখুন।
ফেস পাউডার (face powder)
ট্র্যাভেল ব্যাগে অবশ্যই রাখুন ফেস পাউডার। এর ফলে চটজলদি টাচ আপের কাজ বেশ সহজ হয়ে যাবে।
ছোট স্টাড (small studs)
নিমেষে লুক পাল্টে ফেলতে পারে ছোট স্টাড। তাই সঙ্গে নিন রকমারি ছোট স্টাডের সেট এবং ঘুড়িয়ে ফিরিয়ে ব্যবহার করুন।
হেয়ারব্যান্ড (hair band)
ট্র্যাভেল ব্যাগে হেয়ারব্যন্ড রাখুন অবশ্যই। এগুলো চুল ম্যানেজ করতে বেশ কাজের।
(ছবি সৌ: Unsplash)