কলকাতা: বর্ষাকাল (Wet Season) মানেই মেঘলা আবহাওয়া (Weather) আর বৃষ্টি (Rain)। এই সময় অতিরিক্ত গরম থেকে মুক্তি পাওয়া গেলেও অন্যান্য সমস্যা দেখা যায়। বৃষ্টিতে ভিজে গেল নানা রোগব্যাধিতে ভোগার সমস্যা তো আছেই। তাছাড়া ভিজে কাপড় শুকানোর সমস্যাও দেখা যায়। আর জামা কাপড় ঠিক করে শুকোয় না বলেই জামা-কাপড় থেকে বিশ্রী গন্ধ বেরোতে থাকে। কিন্তু, অনেকেই জানেন না যে, বর্ষাকালে কয়েকটি সহজ উপায়ের মাধ্যমে জামাকাপড় শুকনো করা সম্ভব। জেনে নিন কীভাবে ঘরোয়া উপায় বাড়িতে বসেই ভেজা জামা-কাপড় শুকাবেন।
১) জামাকাপড়ের অতিরিক্ত জল- বর্ষাকালে জামাকাপড় শুকনো করার জন্য প্রথমেই তার মধ্যে থাকা অতিরিক্ত জল বের করে দিতে হবে। অর্থাৎ বর্ষাকালে জামাকাপড় ধুয়ে ফেলার পরে, তা ভাল করে নিংড়ে নিতে হবে, যাতে সেই জামাকাপড়ের মধ্যে এক ফোঁটাও জল না থাকে। ভাল করে নিংড়ে জামাকাপড় থেকে জল বের করে দিলে তা অনেকটাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
আরও পড়ুন :তেল ছাড়াই এয়ার ফ্রায়ারে বানান ‘চিকেন টিক্কা’, রইল রেসিপি
২) ফ্যান বা হিটারের ব্যবহার- জামাকাপড় থেকে নিংড়ে জল বের করার পরে শুকিয়ে নিতে ফ্যান বা হিটার ব্যবহার করা যেতে পারে। বর্ষাকালে যেহেতু রোদের দেখা পাওয়া খুবই মুশকিল, তাই জামাকাপড় থেকে ভাল করে জল নিংড়ে নিয়ে তা ফ্যানের সামনে মেলে দেওয়া উচিত। এছাড়া একটি ঘরে হিটার চালিয়ে সেই ঘরে জামাকাপড় মেলে রাখা যেতে পারে। এর ফলে বর্ষাকালে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভিজে জামাকাপড়।
৩) হেয়ার ড্রায়ারের ব্যবহার- সাধারণত চুল শুকিয়ে নিতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয়। কিন্তু, বর্ষাকালে জামাকাপড় শুকিয়ে নেওয়ার জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। এর জন্য প্রথমেই জামাকাপড় ভাল করে নিংড়ে জল বের করে নিতে হবে। এরপর তা মেলে দিয়ে, তার সামনে হেয়ার ড্রায়ার চালিয়ে দিতে হবে। এর ফলে বর্ষাকালে তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে নেওয়া যাবে।
৪) ইস্ত্রির ব্যবহার- বর্ষাকালে জামাকাপড় শুকনো করার জন্য এর ব্যবহার খুবই কাজে লাগতে পারে। জামাকাপড় ধুয়ে ভাল করে জল নিংড়ে নিতে হবে। এরপর তার উপরে হালকা করে ইস্ত্রি চালিয়ে দিলে, তা খুব সহজেই শুকিয়ে যেতে পারে।
৫) ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ- বর্ষাকালে জামাকাপড় শুকনো করার জন্য ঘরের আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ঘরে আর্দ্রতা বেশি থাকলে জামাকাপড় শুকনো করতে বেশি সময় লাগতে পারে। তাই সবার প্রথমে ঘরের আর্দ্রতা কম করতে হবে। এর জন্য ডিহিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে।