কলকাতা: এখন গৃহসজ্জায় দেখা যায় সকলেকেই প্রায় বাহারী গাছপালা লাগাতে। অনেকের বাড়িতেই এখন জায়গা করে নিয়েছে মানিপ্ল্যান্ট। এটি এমন একটি গাছ যেটার খুব কম যত্ন প্রয়োজন। যারা মানিপ্ল্যান্ট গাছ ভালোবাসেন তাদের কিছু টিপস জেনে রাখাও কিন্তু জরুরি।
মানি প্ল্যান্ট খুব দ্রুত বৃদ্ধি পায়। তবে অনেক ক্ষেত্রে এর বৃদ্ধি কমে যায়। আপনি যদি এতে কিছু ইপসম নুন দেন, তাহলে কিন্তু এই গাছ আরও তাড়াতাড়ি বাড়বে তবে এর বৃদ্ধি খুব ভালো হবে।
আরও পড়ুন: Yaariyan 2 | New Song | দশেরায় আসছে ‘ইয়ারিয়া ২’, টিজারের পর প্রকাশ্যে এল ছবির নতুন গান
কখনও কখনও মানিপ্ল্যান্টের কিছু পাতা হলুদ হয়ে যায়, যা অতিরিক্ত পানি দেওয়া বা অতিরিক্ত সার দেওয়ার কারণে হতে পারে। এমন পরিস্থিতিতে, যে পাতাগুলি সম্পূর্ণ হলুদ দেখায় তা কেটে ফেলুন।
মানিপ্ল্যান্ট দ্রুত বাড়াতে ৪ মাসে একবার মাটি একতু নেড়ে চেড়ে দিন। গোবর সার ব্যবহার করাও যেতে পারে।
গ্রীষ্মের সরাসরি রোদে মানিপ্ল্যান্ট রাখবেন না। এভাবে রাখলে এর পাতা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
মানিপ্ল্যান্টের আর্দ্র মাটি প্রয়োজন, তবে প্রতিদিন পানি না দিলেও এটি বেঁচে থাকবে। তাই মৌসুম বুঝে এটিতে পানি দিন। তাতে গাছ ভালো থাকবে।