সপ্তাহ জুড়ে ব্যস্ত দিনের শেষে ছুটির দিন পার্লার বা সালোঁ যাওয়ার নাম শুনলেই গায়ে জ্বর আসে অনেকের! তাই পার্লারে যাওয়ার বদলে তারা বাড়িতেই ঘরোয়া উপায়ে কিংবা বাজার থেকে কেনা কসমেটিক ফেস প্যাক লাগিয়ে কাজ চালান অনেকেই। আপনিও যদি এই দলে পড়েন তা হলে জেনে রাখুন ফেস প্যাক লাগিয়ে নিলেই কাজ সারা হবে না। ভাল ফল পেতে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। এই নিয়মগুলো কী কী দেখে নিন-
এই অভ্যেস যদি আপনার হয় তা হলে অবিলম্বে এটা শুধরে নিন। ফেস ব্লিচকে ফেস মাস্কের আগে ব্যবহার করা উচিত। কিন্তু যদি আপনি ফেস প্যাক লাগানোর পর এই ব্লিচ লাগান তাহলে ব্লিচে থাকা অ্যামোনিয়ার কারণে আপনার মুখে গোটা বা দানা গজিয়ে উঠতে পারে। তাই ফেস প্যাকের পর ব্লিচ করবেন না।
ফেস প্যাক লাগালে খেয়াল রাখবেন এটা যেন মাত্রায় খুব বেশি বা খুব কম না হয়। ত্বকের জন্য যতটা ফেস প্যাক প্রয়োজনীয় ঠিক ততটাই ব্যবহার করুন। ফেস প্যাকে প্রয়োজনের তুলনায় কম বা বেশি হলে স্বাভাবিক ভাবেই ফলও হবে আলাদা আলাদা। কম ফেস প্যাক লাগালে ত্বকের পুষ্টির অভাব ঘটবে। আর বেশি ফেস প্যাক ত্বক শুষে নিতে পারবে না। এর ফলে ত্বকে একাধিক সমস্যা তৈরি হতে পারে।
অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে দীর্ঘক্ষণ মুখে ফেসপ্যাক লাগিয়ে রাখলে তা ত্বকের জন্য খুব উপকারী। মুখের ওপর মাস্ক যতক্ষণ প্রয়োজন শুধু ততক্ষণই রাখা দরকার। কিছু ফেস প্যাকে এমন সব অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকে যা ত্বকে দীর্ঘক্ষণ থাকলে ত্বকের জন্য ক্ষতি হতে পারে। এই কারণে ফেস মাস্ক শুধুমাত্র ১৫ মিনিট রেখে মুখ পরিষ্কার করে নিন।
এই ভুলটা অনেকেই অজান্তেই করে ফেলেন। ফেস মাস্ক লাগানোর পর মুখো ধোওয়া একটা আলাদা ব্যপার কিন্তু মুখে সাবান বা ফেস ওয়াশ লাগানো আর এক ব্যপার। এই কারণেই ফেসিয়াল করার পরও মুখ ধুতে মানা করা হয়।
অনেক মাস্কই সেল্ফ হাইড্রেটিং হয় ঠিকই কিন্তু তা সত্ত্বেও ত্বক ভাল রাখতে ময়শ্চারাইজার লাগানো প্রয়োজনীয়। তাই মাস্ক লাগানো যতটা গুরুত্বপূর্ণ ততটাই প্রোয়োজনীয় ময়শ্চারাইজার লাগানো।
আপনি যে ধরনের মাস্কই ব্যবহার করুন না কেন ফেস মাস্কের পর অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন যাতে ত্বকের কোনও ক্ষতি না হয়।
(ছবি সৌ :Unsplash)