ডার্ক সার্কেল বা চোখের ফোলাভাব কম করতে যতই ময়শ্চারাইজার বা সিরাম ব্যবহার করুন না কেন ভাল ফল পেতে আন্ডার আই ক্রিম(under eye cream) ব্যবহার করলেই ভাল। তার কারণ চোখের আশেপাশের অংশে যে চামড়া রয়েছে তা খুবই সংবেদনশীল। সহজেই শুষ্ক হয়ে যায় এবং অল্পেতেই ক্লান্তি ও বয়সের ছাপ পড়ে চোখের ওপর। অন্যদিকে দীর্ঘক্ষণ চোখ কুঁচকে তাকানো ও ঘন ঘন চোখের নড়চড়া কিংবা একটানা কাজ করার ফলে চোখের কোলে কালি কিংবা সুক্ষ্ম রেখা ও চামড়া কুঁচকে যায়। চোখের নীচে ফ্লুইড জমে চোখে ফোলাভাব ও ডার্ক সার্কেল সৃষ্টি হয়। চোখের এই সব সমস্যার সঙ্গে মোকাবিলা করতে বেশ কয়েকটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয় আই ক্রিম। তবে অনেকেই আই ক্রিম ব্যবহার করেও চোখের সব সমস্যার সমাধান হয়। আই ক্রিম লাগানোর ভুল পদ্ধতিকেই এর কারণ হিসেবে জানাচ্ছেন ডার্মেটোলজিস্টরা।
তাই চোখের স্বাস্থ্য ভাল রাখতে ও চোখে যাতে বয়সের ছাপ না পড়ে তার জন্য আন্ডার আই ক্রিম লাগানোর আগে এই ভুলগুলো করবেন না।
আই ক্রিম ব্যবহার করার আগে মুখ ও হাত ভাল করে ধুয়ে নিন। অনেক সময় মোবাইল ঘাটতে ঘাটতে আচমকা ক্রিমা লাগানোর কথা মনে হতেই আমরা আইক্রিম লাগিয়ে নি। কিন্তু এমনটা করলে চলবে না। মনে রাখতে নানান গবেষণায় উঠে এসেছে মোবাইল ফোনে প্রচুর পরিমাণে জীবাণু থাকার কথা। সেখান থেকে জীবাণু সহজেই আমাদের হাতে চলে আসে। তাই ক্রিম লাগানোর আগে অবশ্যই হাত ভাল করে ধুয়ে নিতে হবে।
আই ক্রিম লাগানোর ক্ষেত্রে কতটা পরিমাণ ব্যবহার করছেন তা গুরুত্বপূর্ণ। সামান্য একটু ক্রিম, একটা মটরশুটির দানার মতো ক্রিম আঙুলে নিয়ে চোখের তলায় লাগিয়ে নিন। চোখের নীচে ছোট ছোট ডটের মতো করে প্রথমে লাগিয়ে নিন এবার এই ক্রিম জোর দিয়ে না ডলে আলতো হাতে মালিশ করে নিন। অনেকটা অর্ধবৃত্তের মতো করে চোখের ভুরুর ভেতরে ফোঁটা ফোঁটা লাগিয়ে নিন এবং চোখের দু’দিকে মালিশ করে নিন এবং চোখকে ঘিরে ধরে যে হাড় রয়েছে তার বরাবর চোখের চারপাশে হালকা করে আইক্রিম মালিশ করে নিন।
নাম আন্ডার আই ক্রিম তাই অধিকাংশ মানুষই শুধুমাত্র চোখের নীচেই আইক্রিম ব্যবহার করেন। কিন্তু ভাল ফল পেতে চোখের চারপাশে ক্লকওয়াই চোখের ভেতর থেকে চোখের বাইরে ভাল করে মালিশ করে নিন। ভাল ফল পেতে দিনে অন্তত দু’বার এই ক্রিম চোখের চারপাশে লাগিয়ে নিন।
চোখের সমস্যা অনুযায়ী আই ক্রিম বাছুন। এতে ভাল ফল পাবেন। যেমন চোখের কাছে সুক্ষ্মরেখা কিংবা ক্রো ফিট-দেখা গেলে রেটিনল বা পেপটাইড ব্যবহার করুন। চোখে ডার্ক সার্কেলের সমস্যা থাকলে স্কিন ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্ট যেমন নিয়াসিনামাইড ও ক্যাফেন যু্ক্ত আই ক্রিম ব্যবহার করুন। এই উপকরণগুলি চোখের আশেপাশে ঝিমিয়ে পড়া রক্ত সঞ্চালন ভাল করে তোলে। এর ফলে চোখের কালচে কিংবা ফোলাভাব কমে চোখ উজ্জ্বল ও সুন্দর দেখায়। আর যাদের চোখের চামড়ার একাধিক সমস্যা রয়েছে তারা মাল্টি টাস্কিং ক্রিম ব্যবহার করতে পারেন।
(ছবি সৌ :Unsplash)