কলকাতা: মালদ্বীপ বর্তমানে ভ্রমনপিপাসুদের কাছে হট ট্রাভেল ডেস্টিনেশন। অনেকেরই ইচ্ছে থাকে মালদ্বীপে যাওয়ার। অনেকেই হানিমুনের জন্য বেছে রেখেছেন এই ডেস্টিনেশনকেই। কিন্তু অনেকের সাধ্যের বাইরে এই ট্রিপ। তাই বলে কি ইচ্ছে পুরণ হবে না? একেবারেই হবে।
সমুদ্র সৈকতে ঝকঝকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটাও নাকি আজকাল প্রয়োজনের মধ্যে পড়ে। এসবের জন্যই যদি বিদেশ যাওয়ার কথা ভাবেন তাহলে, তা দেশের মাটিতে করুন। এই যেমন ধরুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথাই।।
আরও পড়ুন: দার্জিলিং-সিকিম ছেড়ে এবার ঘুরে আসুন জিরো ভ্যালিতে
হাজার হাজার বছর ধরেই আন্দামানে প্রায় ৩০০টি দ্বীপ রয়েছে। সেই প্রাচীন কাল থেকেই জারোয়া, সেন্টিনেল, গ্রেট আন্দামানিজ, ওঙ্গের মতো উপজাতির লোকেরা আন্দামানে বাস করে। আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার আজও একই রকম।
চার দিনের প্ল্যান:
প্রথম দিন- পোর্ট ব্লেয়ারে (সেলুলার জেল বা রস আইল্যান্ড) সময় কাটানো যেতে পারে।
দ্বিতীয় দিন- খুব ভোরে হ্যাভলক দ্বীপে ফেরি নিন এবং সেখানে সারা দিন উপভোগ করুন।
তৃতীয় দিন- সন্ধ্যায় হ্যাভলক দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ড্রাইভ।
চতুর্থ দিন- পোর্ট ব্লেয়ার ঘুরে নিতে পারেন।
ছয় দিনের প্যান:
প্রথম দিন- পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে যাত্রা (সেলুলার জেল অথবা রস আইল্যান্ড)।
দ্বিতীয় দিন- সকালে জলি বয় আইল্যান্ড, সন্ধ্যায় চিদিয়া তপু বা রস আইল্যান্ড।
তৃতীয় এবং চতুর্থ দিন- হ্যাভলক দ্বীপে দুই দিন কাটানো যেতে পারে।
পঞ্চম দিন- হ্যাভলক দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ড্রাইভ করুন।
ষষ্ঠ দিন- পোর্ট ব্লেয়ার থেকে আপনার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করুন।
আপনি যদি দিল্লি থেকে আন্দামান যেতে চান তাহলে জনপ্রতি টিকিটের দাম পড়বে প্রায় ৭ হাজার থেকে ১০ হাজার টাকার মতো। যদি কয়েক মাস আগে টিকিট বুক করেন তবে টিকিটের দাম একটু কমও হতে পারে। এছাড়াও আপনি যদি কলকাতা থেকে আন্দামানে যেতে চান তাহলে জনপ্রতি ফ্লাইটের দাম পড়বে ধরুন ৪ হাজার টাকা থেকে শুরু। এক্ষেত্রেও আপনি যদি আগে থেকে টিকিট কেটে রাখেন তাহলে আরও কম পড়বে খরচ।
যে কয়েক দিন আপনি আন্দামানে থাকবেন, কম বাজেটের হোটেল, যাতায়াতের জন্য রিকশা এবং স্থানীয় খাবার খেতে পারেন। তাতে মোট খরচ পড়বে ২০ হাজার থেকে ২৫ হাজারের মতো। এছাড়াও আপনি যদি কিছু অ্যাক্টিভিটি করেন, তাহলে ৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।