প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা। মকর রাশির জাতক-জাতিকাদের জন্য কেমন কেমন হবে ২০২২? দেখে নিন-
এ বছর যা কিছু সুন্দর ও যাতে সমন্বয় রয়েছে এমন জিনিস বা জায়গা আপনাকে প্রচণ্ড রকম আকৃষ্ট করবে। এই আকর্ষণের অনুভূতিতেই শান্তি খুঁজে পাবেন আপনি। গোটা বছরই খুশি ও আনন্দে ভরে থাকবে মন। বাইশে হবে আপনার জীবনে সৌন্দর্য্য ও আকর্ষণে ভরা। আত্মঅন্বেষণের পথে হাঁটবেন, তাই মনও ভাল থাকবে। ভাল কাজে মনোনিবেশ করতে পারবেন। নিজের সৃজনশীলতা তুলে ধরার এই তো সুবর্ণ সুযোগ। এতদিন পর্যন্ত যে বিষয়গুলোকে আমল দেননি, সেই বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার সময়। ব্যস্ততা কম বরং মন শান্ত রেখে নিজের কর্মদক্ষতা, ভাললাগা ও পরিশ্রম দিয়ে জীবন সুন্দর করে তোলার বছর এই ২০২২।
বিশেষ করে মকর রাশির জাতিকাদের জন্য সময়টা খুবই শুভ। কর্মস্থলে কিংবা বাড়িতে শান্তি বজায় থাকবে। পরিস্থিতি অনুকূল থাকবে। বিশেষ করে সন্তানসম্ভবাদের জন্য এটা খুবই ভাল সময়।
রোগব্যাধি থেকে মু্ক্তি পাবেন
স্বাস্থ্য নিয়ে কোনও চিন্তা থাকবে না বরং স্বাস্থ্য ভালই থাকবে। তবে বছরের শেষের দিকে নভেম্বরে আকস্মিক কোনও শারীরিক সমস্যা হতে পারে। কিংবা দীর্ঘদিনের রোগব্যাধি মাথাচাড়া দিতে পারে। তাই কোনও লক্ষণ, সাময়িক সমস্যা এড়িয়ে যাবেন। স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখতে হবে। নিজের যত্ন নিতে হবে, শারীরিক কিংবা মানসিক কোনওটাই উপেক্ষা করলে চলবে না। তবে মকর রাশির বাচ্চাদের নিয়ে বাবা-মায়েদের সচেতন থাকতে হবে। গুরুতর কিছু না হলেও চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে৷
আর্থিক সচ্ছলতা না পকেটে টান?
আর্থিক সচ্ছলতা জীবনে শান্তি আনবে। আয় বৃদ্ধির সুবর্ণসুযোগ রয়েছে। গ্রহনক্ষত্রের অবস্থান বলছে, মকর রাশির জাতকরা কঠোর পরিশ্রম করতে উদ্যোগী হবেন৷ ফলে কাজে সাফল্য ও আর্থিক সচ্ছলতা আসবে। চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। নিজের পছন্দের কাজে মনোনিবেশ করে আয়ের পথ প্রশস্ত করার সুযোগ পাবেন।
প্রেম ও বিয়ের জন্য কেমন হবে নতুন বছর
বিয়ের পক্ষে শুভ সময়। বিবাহিত জীবন সুখের হবে। তাই বছরের শুরু থেকেই বিয়ের প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। যা কিছু পরিকল্পনা রয়েছে বাস্তবায়িত হতে খুব বেশি সময় লাগবে না। এখনও মনের মানুষকে খুঁজে পাননি? চিন্তা নেই ২০২২-র ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগাস্ট, সেপটেম্বর ও ডিসেম্বর জীবনসঙ্গী খুঁজে পাওয়ার যোগ রয়েছে। বিশেষ করে মকর রাশির জাতিকার যাঁরা সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের জন্য বৈবাহিক জীবন খুবই সুখকর হবে।
নতুন সম্পর্ক, প্রেম, বন্ধুত্বের জন্য খুবই অনুকূল এই সময়। দূরে থাকা কোনও ব্যক্তির প্রেমে পড়তে পারেন আবার বেড়াতে বেড়িয়ে জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। এমন কারও সঙ্গে দেখা হতে পারে যার সঙ্গে গোটা জীবন কাটিয়ে দিতে চাইবে মন। এই সব কিছুই হবে বছরের শুরুর দিকে।তাই এবছরে বিয়ে সেরে ফেললে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।