ভালবাসার সম্পর্কে উঠানামা তো লেগেই থাকে। মনের মানুষের কাছেই তো যত আশা প্রত্যাশা। মান অভিমানও তার ওপরই করা যায় যাকে আপনি নিজের মনে করেন। যতক্ষণ দুজনে সঙ্গে রয়েছেন নিজেদের জগতেই মেতে রয়েছেন। আর মনের মানুষ চোখের আড়াল হলেই কেমন একটা অস্থির ভাব। তাঁকে নিয়ে চিন্তা। আবার মাঝে মাঝে আকাশের বুকে মেঘের মত মান অভিমানের মেঘ জমে এক অপরের বুকে। আবার সব মিটেও যায়। সত্যিকারের ভালবাসায় অভিমান দীর্ঘমেয়াদি হতে পারে না। তবে
যদি তা দীর্ঘমেয়াদি হতে হতে দুজনের মধ্যে ব্যবধান সৃষ্টি করে তাহলে কিন্তু সমস্যা। হতেই পারে আপনি সম্পর্কে বাঁধন আলগা হয়েছে খবর পাননি। তা কীভাবে জানবেন সে কথা। এদিকে আপনার অজান্তেই ভালবাসার ঠিকানা বদলে ফেলেছে আপনার মনের মানুষ। পরখ করে নিন এই বিষয়গুলো-
আবেগে সেই উষ্ণতার অভাব
আগের মতো আর কথাই হয়না আপাদের। এখন যেন আপনার মনের মানুষ কাজে বড্ড ব্যাস্ত। আগে যেভাবে সব ভাললাগা খারাপলাগা একে অপরের সঙ্গে ভাগ করে নিতেন। এখন আর তা হয়না। আপনার মনখারাপ, ভাললাগা তাঁকে জানানোর কোনও সুযোগই পাননা।
ইদানীং আপনাকে এড়িয়ে চলেন
সত্যি বলতে কী মানসিক ভাবে আপনার আর কাছের মানুষের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। এটা আপনি আরও ভাল বুঝতে পারবেন যখন কোনও সামাজিক অনুষ্ঠানে, পরিবার ও বন্ধুদের মাঝে সে আপনাকে এড়িয়ে যাবে। হয়ত একধরনের অপরাধবোধ কাজ করে বলে। কারণ আপনাদের দুজনের ভবিষ্যত প্রশঙ্গে প্রশ্ন এড়িয়ে যেতে চাইছেন।
আপনাকে তেমন ভাবে লক্ষ্য করেন না
সম্পর্কের শুরু তে আপনার নিত্যদিনের ব্যবহার সাজ পোষাকের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পরিবর্তনও তাঁর চোখ এড়াতো না। আজকাল তেমনটা হয়না। পরীক্ষা করতে উল্লেখ্য কিছু করেও নজর কারতে পারেননি। যে সম্পর্কের তাঁর মন নেই খুব স্বাভাবিক মনযোগও নেই।
মনে হচ্ছে সেই ভালবাসাটাই আর নেই
না, কিছুতেই যেন ‘ওয়েভলেন্থই ম্যাচ’ করাতে পারছেন না। আগে একে অপরের কত না বলা কথা হয়ত আচার আচরণে বুঝে নিতেন। এখন সে বুঝতে চাইছে না, আর আপনি বুঝতে পারছেন না। কারণ, এখন সে আপনার সামনে নিজেকে সবসময় গুটিয়ে রাখে। আবেগের উষ্ণতা উবে গিয়ে এখন শুধু সম্পর্কে রয়েছে উত্সাহশূণ্যভাব।