সপ্তাহান্তের সন্ধে মানেই গোটা সপ্তাহের ক্লান্তি দূর করার সুবর্ণ সুযোগ। শরীর ও মনের ক্লান্তি দূরে করে নতুন সপ্তাহে ফের একবার বাড়তি উদ্যোগ নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়া। ছুটির দিনগুলিতে তাই ভীষণ জরুরি সপ্তাহের আর পাঁচটা দিনের মতো ফোন ও ল্যাপটপে ব্যস্ত না-থেকে নিজের যত্নে নেওয়া। বই পড়ুন, গান শুনুন, ছোটবেলার বন্ধুদের সঙ্গে জমিয়ে গল্প করুন।প্যান্ডেমিকের হাজারো খারাপ ব্যাপারের মধ্যে এই একটাই ভাল জিনিস হয়েছে। আমরা প্রত্যেকেই আমাদের সম্পর্ক ও তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের নিয়ে অনেক যত্নবান হয়েছি।পছন্দের নেট সিরিজ নিয়েও বসতে পারেন। আর সঙ্গে রাখুন ব্লাডি মেরি! রেসিপি দেখে বাড়িতেই বানিয়ে ফেলুন এই দুর্দান্ত ককটেল। রইল রেসিপি।
উপকরণ
ককটেলটি খেতে বেশ মশলাদার!
কীভাবে বানাবেন এই ব্লাডি মেরি ককটেল
ফ্লেভারিংয়ের জন্য অনেকে রসুন, মুলো ও জলপাইও ব্যবহার করে থাকেন। তবে হট পেপার সস ও ওরসেসটারশায়র সসের ব্যবহারই বেশি হয়। এই উপকরণের জন্য এই ককটেল খেতে বেশ মশলাদার ও সামান্য নোনতা হয়।