মেকআপ করতে ভালবাসেন কিংবা সদ্য মেকআপে হাতে খড়ি হয়েছে, যাই হোক না কেন ভাল মেকআপ করা যে মুখের কথা নয় তা এক কথায় সবাই স্বীকার করবেন। ধাপে ধাপে পার্ফেক্ট মেকআপ করতে যেমন ভাল মেকআপ সামগ্রী ও সরঞ্জামের প্রয়োজন তেমনই গুরুত্বপূর্ণ ধৈর্য ও দক্ষতার। তবে আপনার মেকআপের কাজ সহজ করতে পারে বেশ কিছু বিউটি হ্যাকস সেগুলি কী কী দেখে নিন।
১. শাইনি বেসের জন্য এভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন স্ট্রোব ক্রিম
একটি পাত্রে পাউডার হাইলাইটারের গুঁড়ো জার থেকে বার করে নিন।এবার এই গুঁড়ো অপর একটি পাত্রে রেখে ভাল করে ময়শ্চারাইজার মিশিয়ে নিন যাতে কোনও ডেলা যেন না থাকে। ব্যাস আপনার স্ট্রোব ক্রিম রেডি। এটাকে মেকআপ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন।
২. বাড়িতে বডি শিমর বানিয়ে ফেলুন এভাবে
ত্বকের ধরণ অনুযায়ী বডি অয়েল নিয়ে এতে মেকআপ ব্রাশের সাহায্যে গ্লিটার পাউডার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ গায়ে লাগিয়ে নিন। দেখবেন বডি শিমার হিসেবে এই ঘরোয়া পদ্ধতি দারুণ কাজের।
৩. পারফিউম দীর্ঘস্থায়ী করতে কানের পিছনে, হাতের কবজির ভেতর দিকে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এবার এই জায়গাগুলোয় পারফিউম লাগিয়ে নিন। সুবাস দীর্ঘস্থায়ী হবে।