দিনের বেলা বাড়ির বাইরে পা রাখা মানেই প্রচণ্ড রোদে পুড়ে যাওয়া ত্বক কিংবা সান ট্যানের সমস্যা। এই আবহাওয়া পরিবর্তনের সময় রোদ, ধুলো, ময়লা কিংবা ঘামের কারণে ত্বকের একাধিক সমস্যা হয়। তাই ত্বকের জ্বালা যন্ত্রণা মিটিয়ে ত্বকে আরাম দিতে কাজে লাগাতে পারেন পুদিনা পাতা। পুদিনা পাতায় অ্যান্টিইনফ্লেমেটারি, অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিএজিং কার্যকারিতা রয়েছে। তাই ত্বকের একাধিক সমস্যায় এই পুদিনা পাতা দারুন কাজের। পুদিনা পাতা দিয়ে চট করে বানিয়ে নিতে পারেন একাধিক পুদিনা পাতার ফেস প্যাক। তবে শুধু ফেস প্যাক নয় ত্বক ভাল রাখতে করতে পারেন পুদিনা পাতা ফেসিয়াল। যেমন-
পুদিনা পাতার ক্লেনজার
মুখ পরিষ্কার করতে এ ভাবে কাজে লাগান পুদিনা পাতা। এই ক্লেনজার তৈরি করতে প্রয়োজন।
উপকরণ
ক্লেনজার বানানোর জন্য প্রথমে পুদিনা পাতাগুলি ভাল করে ফুটিয়ে নিয়ে জল ছেঁকে নিন। এবার এই জলের সঙ্গে অন্যান্য সব উপকরণগুলি মিশিয়ে নিন। এবার একটা তুলোর ঠুকরো এই জলে ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন।
পুদিনা পাতার ময়শ্চারাইজার
পুদিনা পাতা দিয়ে এই ময়শ্চারাইজার বানাতে প্রয়োজনীয় উপকরণগুলি হল-
একটি পাত্রে এই তিনটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এর পর এই মিশ্রণ মুখে লাগিয়ে নিয় আলতো হাতে মালিশ করে নিন। এবার ১০ মিনিট পর্যন্ত এই ময়শ্চারাইজার মুখে এভাবে লাগিয়ে রেখে জল দিয়ে মুখ ধুয়ে দিন।
পুদিনা পাতার স্ক্রাব
পুদিনার পাতাগুলি রোদে শুকিয়ে পাউডার বানিয়ে নিন। এবার এতে মধু মিশিয়ে মুখে আলতো হাতে স্ক্রাব করে নিন।
পুদিনা পাতার ফেস স্টিম
ফেস স্টিম নিতে এ ভাবে ব্যবহার করুন পুদিনা পাতা। এর জন্য প্রয়োজন–
প্রথম বাটির জল গরম করে নিন। এবার এতে পুদিনা পাতা ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিন। এবার তোয়ালে দিয়ে ঢেকে অন্তত ৫ মিনিট পর্যন্ত এই মিশ্রণের ভাপ নিন।
পুদিনা পাতার ফেস প্যাক
এই ফেস প্যাক বানাতে প্রয়োজন
এই ফেস প্যাক বানাতে সবকটি উপকরণ এক সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণ, চোখের অংশ বাদ দিয়ে পুরো মুখে ভাল করে লাগিয়ে নিন। এবার অনন্ত ২০ মিনিট পর এই মিশ্রণ ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলার পর ফেস সেরাম কিংবা ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না।
(ছবি সৌ: Unsplash)