অনেকেই কাজল পড়তে পছন্দ করেন কিন্তু চোখে কাজল লাগানোর কয়েক ঘণ্টার মধ্যেই তা ধেবড়ে একেবারে নষ্ট হয়ে যায় চোখের মেকআপ। এই সমস্যা যদি আপনার হয় তা হলে সমস্যার সমাধান কীভাবে করবেন জেনে নিন-
মুখ ভাল করে ধুয়ে নিন
আগে মুখ ভাল ভাবে ধুয়ে নিন। যাতে ত্বকের বাড়তি তেল ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এর পরে ভাল করে মুখ মুছে নিন। এর ফলে কাজল ও মেকআপ ভাল ভাবে সেট হয়ে যাবে।
মুখে বরফ লাগিয়ে নিন
চাইলে ফেস ওয়াশের বদলে চোখের আশেপাশে বরফ ডলে নিন। এর ফলে চোখের কাজল হোক কিংবা আই মেকআপ দীর্ঘক্ষণ ভাল থাকবে ধেবড়ে যাবে না।
টোনার লাগিয়ে নিন
চোখের আশেপাশে বাড়তি তেল পরিষ্কার করতে কাজল লাগানোর আগে টোনার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর কাজল লাগিয়ে নিন। এরকম করলে কাজল দীর্ঘক্ষণ ভাল থাকবে এবং সহজে নষ্ট হয়ে যাবে না।
আইলাইনার লাগানোর পর কাজল লাগান
কাজল পড়ার আগে কাজলের জায়গায় সরু করে আইলাইনার লাগিয়ে নিন। এরপর কাজল লাগান। এর ফলে কাজল দীর্ঘক্ষণ ভাল থাকবে ধেবড়ে যাবে না।
আইশ্যাডো লাগাতে পারেন
ঘামের কারনেই হোক কিংবা ত্বকের বাড়তি তেলের নিঃসরণ যাতে কাজল ধেবড়ে গিয়ে আপনার সাজ নষ্ট না হয়ে যায় তার জন্য কাজল লাগানোর পর চোখের ইনার ক্রিজ লাইনে আইশ্যাডো লাগিয়ে নিন। এক্ষেত্রে আপনার স্কিনটোনের মানানসই শেড বাছুন।
ফেস পাউডার লাগান
কাজল লাগানোর পর চোখের নিচে সামান্য ফেস পাউডার লাগিয়ে নিন। বাড়ির বাইরে অনেকটা সময় কাটাতে হলে প্রত্যেক চার-পাঁচ ঘণ্টা অন্তর পাউডার লাগিয়ে নিন। এর ফলে কাজল সহজে ছড়িয়ে পড়বে না।
বার বার চোখে হাত দেবেন না
অনেকেরই বার চোখে হাত দেওয়ার অভ্যেস থাকে। এর ফলে একদিকে যেমন কাজল ঘেঁটে যেতে পারে তেমন আবার সংক্রমণের সম্ভাবনাও বেড়ে যায় কয়েকগুন।