উত্সবের মরসুম ঠিকই তবে দুর্গাপুজো এ বছরের মত শেষ। পুজোর কেনাকাট, সাজগোজের পর এবার পালা পছন্দের পোশাক ভাল করে পরিষ্কার করে আলমারিতে তোলা। আর তা করতে গিয়েই মাথায় হাত আপনার আপনা পছন্দের সাদা রঙের পোশাকের সৌন্দর্য্য মলিন করেছে ঘামের হলদেটে দাগ। এই দশা দেখে কার না মন খারাপ হয়! কেনার পর থেকে শুধু মাত্র একবারই পড়েছিলেন। তাহলে এখন উপায়? জেনে নিন বাড়িতেই কীভাবে নিত্যব্যবহারের উপকরণ দিয়ে এই হলদেটে দাগ তুলবেন-
সাদা রঙের পোশাক থেকে ঘামের হলদেটে দাগ পরিষ্কার করতে ভীষণ উপকারী এই দুটি উপকরণ। হাইড্রোজেন পারঅক্সাইড ও বেকিং সোডা। এই দুটো উপকরণেরই জামাকাপড়ে দাগ তোলার ক্ষমতা দারুন।
হাইড্রোজেন পারঅক্সাইড, বেকিং সোডা ও নুনের তৈরি মিশ্রণ দিয়ে দাগ পরিষ্কার করুন এই ভাবে-
উপকরণ
সবকটি উপকরণ মেশাতে একটি পাত্র নিয়ে নিন
দাগ তুলতে একটি নরম ব্রিসেলসের ব্রাশ নিয়ে নিন
সলিউশন বানিয়ে নিন এ ভাবে
আপনার জামা যত বেশি হাইড্রোজেন পারঅক্সাইডে রাখবেন দাগ তত ভাল উঠবে। তাই প্রয়োজনে সমান পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড ও জল মিশিয়ে নিন। এবার এই জলে জামা সারারাত ভিজিয়ে রাখুন। এবার সকালে এই একই পদ্ধতিতে জামা পরিষ্কার করে নিন।
ডিশ সোপ, হাইড্রোজেন পারঅক্সাইড ও বেকিং সোডার তৈরি মিশ্রণ দিয়ে দাগ পরিষ্কার করুন এই ভাবে-
ডিশ ওয়াশারের নাম শুনে অবাক হচ্ছেন? জামাকাপড়ে দাগ তুলতে এটা দারুণ কাজে দেয়
উপকরণ
সলিউশন বানিয়ে নিন এ ভাবে
ছবি সৌজন্য: Pinterest