চুলের গ্রোথের জন্য পেঁয়াজের উপকারিতার কথা আজ আর কারও অজানা নয়। তবে পেঁয়াজের ঝাঁঝ ও উগ্র গন্ধের কারণে অনেকেই স্ক্যাল্প বা চুলে পেঁয়াজের রস লাগাতে পারেন না। পেঁয়াজের রস মাথায় না লাগাতে পারলেও যদি পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে তা দিয়ে শ্যাম্পু বানিয়ে নেন তাতেও ভাল ফল পাবেন। বাজার থেকে রাসায়ানিক যু্ক্ত পেঁয়াজের নির্যাসওয়ালা শ্যাম্পু বা তেল ব্যবহারের থেকে ঢের ভাল পেঁয়াজের খোসার তৈরি এই ঘরোয়া শ্যাম্পু। কীভাবে বানাবেন দেখে নিন-
পেঁয়াজের খোসার শ্যাম্পু বানাতে প্রয়োজনীয় উপকরণগুলি-
এবার ধাপে ধাপে এভাবে বানিয়ে ফেলুন পেঁয়াজের খোসার শ্যাম্পু-
পেঁয়াজের এই শ্যাম্পুর উপকারিতা
পেঁয়াজের খোসায় ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন সি ও প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই সব উপাদান চুল পড়া কমাতে সাহায্য করে এবং চুল ঘন করে তোলে। এই শ্যাম্পুর নিয়মিত ব্যবহার খুসকির সমস্যা থেকে আপানাকে রেহাই দেবে এবং চুলের গ্রোথ ভাল করবে।
(ছবি সৌ:Yard owner)