বাজার থেকে কেনা নামী দামী প্রোডাক্টের ওপর থেকে ভরসা উঠেছে? যদি এবার প্রাকৃতিক উপকরণ দিয়ে চুলের যত্ন নিতে চান তা হলে বাড়িতেই বানিয়ে ফেলুন অ্যালোভেরা জেল দিয়ে শ্যাম্পু। রূপচর্চায় অ্যালোভেরার উপকারিতা নতুন করে বলা বাহুল্য। অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন, এনজাইম, খনিজ পদার্থ, স্যালিসাইলিক ও অ্যামিনো অ্যাসিড সহ প্রায় ৭৫ রকমের অ্যাক্টিভ কমপাউন্ড। ফলে অ্যালোভেরার অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যক্টেরিয়াল কার্যকারিতা রয়েছে। তাই ত্বকের পাশাপাশি চুলের জন্যেও বেশ উপকারী অ্যালোভেরা। তাই চুলের স্বাস্থ্য ভাল রাখতে এ ভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন অ্যালোভেরা দিয়ে শ্যাম্পু-
এই শ্যম্পু বানাতে প্রয়োজন-
ধাপে ধাপে শিখে নিন শ্যাম্পু বানানোর পদ্ধতি-
এই অ্যালোভেরা শ্যাম্পুর উপকারিতা-
চুল লম্বা করতে দারুণ কার্যকরী এই অ্যালোভেরা শ্যাম্পু
শ্যাম্পুতে থাকা ভিটামিন এ ও ভিটামিন ই চুলের গ্রোথের জন্য খুবই উপকারী। এই শাম্পু নিয়মিত ব্যবহার করলে চুল তাড়াতাড়ি লম্বা হয়।
স্ক্যাল্পে ইনফেকশন হয় না
অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টিব্যক্টেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এগুলি স্ক্যাল্পে খুসকি ও সংক্রমণের সমস্যা কম করে।
চুলের জেল্লা বাড়ায় ও চুল নরম রাখে
ঘরে তৈরি এই অ্যালোভেরা শ্যাম্পু চুলের জন্য ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে। শ্যাম্পুতে থাকা ভিটামিন ই চুলকে নরম ও ঝলমলে রাখে।
চুল পড়া কম করে
বাজার থেকে কেনা শ্যাম্পুতে কড়া রাসায়নিক থাকে তাই নিয়মিত এই শ্যাম্পু ব্যবহার করলে চুলের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। চুল দুর্বল হয়ে ভঙ্গুর প্রবণ হয়ে পড়ে। এক্ষেত্রে বাড়িতে তৈরি এই অ্যালোভেরা শ্যাম্পু চুলের যত্নে নেওয়ার ক্ষেত্রে বেশ কাজের।
(ছবি সৌ: Unsplash)