করোনা বদলে দিয়েছে আমাদের পুরোনো অনেক অভ্যাস। অনেকেই হারিয়েছেন বন্ধুবান্ধব, আপনজন, আত্মীয়স্বজন। করোনার নিউ নর্মালে যেখানে মুখ মাস্কে ঢাকা পড়ে যায় সেখানে আবেগ বোঝাতে বেশ বেগ পেতে হয়। তাও শত খারাপের মধ্যেও এই অতিমারি আমাদের নতুন করে শিখিয়েছে সম্পর্ক নিয়ে আরও সচেতন হতে। কাজের ফাঁকে, ব্যস্ত জীবনযাপনে ছোটবেলার পুরোনো যে সব বন্ধু বান্ধবদের সেই কোন স্কুলের লাস্ট বেঞ্চে, কলেজের কমন রুমে ছেড়ে এসেছি আমরা, তাঁদের ফের একবার কাছে ডাকতে বাধ্য করেছে এই অতিমারির আশঙ্কা ও অনিশ্চয়তা। করোনা গা সওয়া হয়ে গেলেও বন্ধুত্বের বাঁধন যেন আলগা না হয় তাই মেনে চলুন এই বিষয়গুলো-
সোশাল মিডিয়ায় মিম পাঠান
বর্তমান জীবনশৈলীতে ব্যস্ত সবাই তাই জুড়ে থাকার সহজ উপায় হল একে অপরকে সোশাল মিডিয়ায় মিম পাঠান। কেও কাজের খাতিরে, কেও কাজের ফাঁকে সোশাল মিডিয়ায় আসা যাওয়া প্রত্যেকের। তাই কথা বলা বা মেসেজ পাঠানোর সময় না থাকলেও একটা মিম পাঠিয়ে আপনার বন্ধুর মুখে হাসি ফোটাতে দোষ কোথায়। যোগাযোগও থাকল আবার কারও ব্যস্ত জীবনে ব্যাঘাত সৃষ্টিও হল না।
ইনস্টাগ্রাম স্টোরি বা ফেসবুক স্টোরিতে কমেন্ট করতে পারেন
সোশাল মিডিয়ার থেকে ব্যক্তিগত যোগাযোগ নিঃসন্দেহে দামী। কিন্তু সেই সময় না পাওয়া গেলে অন্তত আপনার বন্ধুর সোশাল মিডিয়া স্টোরিতে পোস্ট বা কমেন্ট করলে একটা যোগাযোগ তৈরি হয়। আপনারা দুজনেই একে অপরের জীবনের বর্তমান পরিস্থিতি নিয়েও অনেক বিষয় জানতে পারেন। কথা না হওয়া বা দেখা না হওয়া সত্ত্বেও বন্ধুত্ব বজায় থাকে।
কথা বলুন, পাশে খাকুন
বন্ধুত্ব আপনার কাছে মূলবান হলে তা বজায় রাখার চেষ্টা করুন। আজকের দিনে ব্যস্ত নয় এ রকম মানুষ মেলা ভার। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আমরা যদি কোনও বিষয় বা ব্যক্তিকে প্রাধান্য দিতে চাই। তার জন্যে ঠিক সময় বার করে নেওয়া যায়। সেই চেষ্টাই করুন। প্রতি সপ্তাহে তা সম্ভব না হলে অন্তত মাসে একবার ফোন করুন। জুম বা গুগল মিটে ভিডিও কলও করতে পারেন। একে অপরের জীবনে কী ঘটছে সেটা জানানো দরকার। সুখ দুখের মুহূর্ত ভাগ করে নিন।
সম্পর্কের যত্ন নিন
করোনাকালে সশরীরে পাশে না থাকতে পারলেও যোগাযোগের হাজারো ব্যবস্থা রয়েছে, সেগুলি কাজে লাগান। ছোট্ট একটা হাই বা হেলো কিংবা আপনার বন্ধু কেমন আছে তা জানতে চাইলে খুব একটা সময় লাগবে না। আর উত্তরের আশা করবেন না। তিনিও আপনারই বন্ধু হয়ত আপনার অভ্যেসগুলো তাঁরও রয়েছে। তাই নিজের অভ্যেসে বদল আনলেই দেখবেন তাঁর স্বভাবেও বদলে এসেছে। বন্ধুত্বে সব কিছু কী আর বলে দিতে হয় প্রকৃত বন্ধুরা বুঝে নেয় তবে আভাস দেওয়াটা জরুরী।