ওমিক্রনের সংক্রমণের হার এখন অনেকটাই কম কিন্তু তাও বাড়ির বাইরে বেরোতে ভরসা পাচ্ছেন না? একই কারনে প্রয়োজন পড়লেও পার্লার বা সালোঁ যেতে ভরসা পারছেন না। কোভিডে আক্রান্ত হওয়ার ভয় মন থেকে সহজে যাচ্ছে না। তার ওপর এই ভাইরাস কাকে কখন কীভাবে সংক্রামিত করবে তা বোঝা মুশকিল। এদিকে বাড়ি থেকে না বেরোলেই যে ত্বকে ভাল ও সুন্দর থাকবে তা কিন্তু নয়। আবহাওয়ার খামখেয়ালিপনা, পারদের ওঠানামা, পরিবেশ দূষণের প্রভাব বাড়ির ভেতরে থাকলেও ত্বকের ওপর পড়তে বাধ্য। তাই এই সময় ত্বকের পরিচর্যায় কাজে লাগাতে পারেন বাবল ফেস মাস্ক। নামটা খুব একটা পরিচিত না শোনালেও কোরিয়ান বিউটি ওয়ার্ল্ডের এই বাবল ফেসিয়াল ত্বকের পরিচর্যায় দারুণ কাজ করে করে।
আরও পড়ুন: ত্বকের তারুণ্য ধরে রাখবে বাবল ফেস মাস্ক
কেন ভাল বাবেল ফেস মাস্ক?
ময়লা ও ঘাম আটকে ত্বকের রোমকূপের মুখ বন্ধ হয়ে গেলে তা সহজেই পরিষ্কার করে ফেলা যায় এই বাবল মাস্ক দিয়ে। এই মাস্কে এমন কিছু উপকরণ ব্যবহার করা হয় যা যেগুলো অক্সিজেনেশন প্রসেসের মাধ্যমে বুদবুদ তৈরি করে। এই বুদবুদের সঙ্গে মুখের চামড়ায় জমে থাকা ধুলো বালি ও ময়লা পরিষ্কার হয়ে যায়। কোরিয়ান বিউটি ওয়ার্ল্ডের এই বিউটি ফেসিয়াল চাইলে বাড়িতেই সেরে ফেলতে পারেন এইভাবে-
উপকরণ
কীভাব তৈরি করবেন ফেস মাস্ক?
প্রথমে একটি পরিষ্কার পাত্রে কেওলিন ক্লে, সিট্রিক অ্যাসিড ও বেকিং সোডা সব একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন।
এবার মুখ পরিষ্কার করে সদ্য বানানো মিশ্রণ থেকে দু চামচ নিয়ে তাতে হাইড্রোসল মেশান।
এবার দেখেবেন মুখে বুদ বুদ উঠতে শুরু করেছে। এই সময় চটপট মাস্ক মুখে লাগিয়ে নিন এবং পুরো মুখ ছড়িয়ে দিন।
যদি মুখে লাগানোর পর এই মিশ্রণ থেকে যায়। তা হলে পাত্রে অবশিষ্ট একটি এয়ারটাইট কনটেনারে রেখে দিন। পরে আবার বাবল ফেসিয়ালের সময় এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।