গরমে কড়া রোদে পুড়ে কিংবা ঘামে ভিজে চুলের সমস্যা বেড়ে গেছে কয়েকগুণ। জেল্লা হারিয়ে চুল পাতলা হয়ে গিয়ে চুল পড়ার সমস্যায় নাজেহাল অনেকেই। ফলে কোনও হেয়ার স্টাইলই মন মতো হয়ে উঠছে না। এদিকে মাসের শেষে পার্লারে গিয়ে চুলের পরিচর্যা করাতে গেলে পকেটে টান পড়ার চিন্তার রয়েছে। তাই পার্লারে না গিয়ে বরং এই অবস্থায় বাড়িতে বসেই হেয়ার স্পা করে চুলের হাল ফেরাতে কাজে লাগাতে পারেন কলার প্রোটিন।
কলার তৈরি হেয়ার ক্রিম দিয়ে স্ক্যাল্পের মালিশ ও স্টিম দিয়ে চুলকে বিউটি ট্রিটমেন্ট দিতে পারবেন। এই পরিচর্যা আপনার চুলকে কড়া কেমিক্যালের থেকে দূরে রাখবে এবং স্ক্যাল্পে প্রয়োজনীয় কন্ডিশনিং করবে। প্রথমবারেই চুল অনেকটা মসৃণ, স্বাস্থোজ্জ্বল হয়ে উঠবে।
এই ভাবে বানিয়ে নিন হেয়ার স্পা ক্রিম
উপকরণ
কলা- ১টা
মধু- ৩ চা চামচ
ডিম- ১টা
দই-১ কাপ
নারকেল তেল- ২ চামচ
বানানোর বিধি
স্পা ক্রিম বানানোর জন্য প্রথমে একটি পাত্রে অর্ধেক কলা, মধু, ডিম ও ১ কাপ দই ঢেলে নিন।
এবার এই সব সামগ্রীগুলোকে মিক্সারে ভাল করে মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে এতে ২ চা চামচ নারকেল মেশান। ব্যাস আপনার হোমমেড হেয়ার স্পা ক্রিম তৈরি।
এবার এই ভাবে ধাপে ধাপে করে ফেলুন বনানা হেয়ার স্পা
প্রথম ধাপ- চুল আঁচড়ে জট ছাড়িয়ে ভাল করে তেল লাগিয়ে নিন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট মাথায় তেল মালিশ করুন।
দ্বিতীয় ধাপ- এবার চুলে স্টিম দিন। গরম জল ও তোয়ালে কাছে রাখুন। চুলে স্টিম নিয়ে নিন। স্টিম নেওয়ার পরে গরম তোয়ালে দিয়ে মাথা জড়িয়ে রাখুন। এই অবস্থায় ১৫ থেকে ২০ মিনিট থাকুন।
তৃতীয় ধাপ- স্টিম নেওয়ার পর চুল ধুয়ে নিন। এর জন্য মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
চতুর্থ ধাপ- এবার হেয়ার মাস্ক লাগানোর পালা। কলার তৈরি হেয়ার মাস্ক স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে নিন। হাত দিয়ে লাগাতে পারেন কিংবা মাসাজিং টুল ব্যবহার করতে পারেন।
পঞ্চম ধাপ– এবার এই মাসাজ ক্রিম ৩০ মিনিট মাথায় লাগিয়ে রাখার পর হালকা গরম জলে মাথা ও চুল ধুয়ে নিন।
ঘরে হেয়ার স্পা করার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন-
চুলে তেল লাগানোর সময় আলতো হাতে মালিশ করুন।
স্টিম নেওয়ার আগে চুল ভাল করে ধুয়ে নিন
স্টিম নেওয়ার সময় জলের তাপমাত্রার দিকে নজর দিন।
ক্রিম লাগানোর আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন।
(ছবি সৌ :Unsplash)