অন্দরসজ্জা নিয়ে পরীক্ষা নিরিক্ষা করতে আপনি বেশ ভালবাসেন । এতে বাড়ির একঘেয়েমি পরিবেশ কেটে যায় বেশ নতুন লাগে পুরোনো অনেক কিছু আর মনও ভাল থাকে। তবে সব সময় তো আর নতুন আসবাবপত্র কিংবা দেওয়ালের রঙ বদবালো সম্ভব না তাই মাঝে মধ্যে জানলার পর্দা ও কুশন কভার কিংবা পুরোনো শো পিসের মেকওভার করেও চমক লাগিয়ে দেন সবার। তবে একটা জায়গায় এসে আপনার মুন্সিয়ানা পরাস্ত হয়ে যায়। তা হল জানলা। ঘরের সঙ্গে মানানসই পর্দা দিয়ে জানালা ঢাকলে বাড়িতে তো আর ২৪ ঘন্টা পর্দা দিয়ে বসবেন না। এদিকে আবার জানালার যদি সঠিক প্রয়োগ করা যায় তাহলে এক মুহূর্তে তা আকর্ষণীয় করে তুলতে পারে আপনার অন্দরসজ্জা। কীভাবে কাজে লাগাবেন বাড়ির জানালা দেখে নিন-
স্টেইন্ড গ্লাস
বাড়িতে স্টেইন্ড গ্লাসের জানালা বলা বাহুল্য একেবারে অন্যমাত্রা যোগ করে। কিছু স্টেইন্ড গ্লাস যেমন নকশায় সূক্ষ্ম ও বাড়ির সাজ উদাত্ত করে তেমন আবার গাঢ় রঙেয়র নানা রকমের প্যাটার্নে পাওয়া যায়। এই ধরনের কাঁচ ব্যবহারের দুটো সুবিধে আছে। জানালার পর্দা সরানো থাকলে দিনের বেলায় যেমন ঘরে রোদও আসবে তেমন আবার গাঢ় রঙ ও নকশার কারনে বাইরে থেকে ভিতরে বেশি দেখা যাবে না।
সাদা নেটের পর্দা
এক্ষেত্রে আপনার ঘরের সঙ্গে মানানসই পর্দা যেমন আছে বাড়তি যোগ করতে পারেন এই সাদা পর্দা। এটা থাকবে আসল পর্দার ভিতরে। দেওয়ালের রঙ যাই হোক না কেন দেখবেন বেশ সুন্দর মানিয়ে যাবে এই সাদা পর্দা। এদিকে আবার দিনের বেলা এই পর্দা দিয়ে সূর্যের আলোও ঢুকতেও কোনও অসুবিধে হবে না। ঘরের ভিতরটা দেখতে লাগবে বেশ ভাল। ঘরে যদি খুব বেশি জানালা না থাকে তা হলে শিয়ার উইনডো প্যানেল ব্যবহার করতে পারেন। এতে ঘরে ভাল আলো ঢুকবে আবার ছোট ঘর হলেও দম আটকা লাগবে না। বরং ঘর বড় বড় লাগবে।
উইন্ডো শাটার
উইন্ডো শাটার পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রেখে ঘর আরও সুন্দর করে তোলে। বিশেষ করে পুরোনো বা বৃষ্টিতে ভিজে জং পড়ে যাওয়া জানালার পাল্লা হলে জানালাকে নিমেষে মেকওভার দিতে পারে এই উইন্ডো শাটার।
এই শাটারের সব থেকে ভাল বিষয় হলো এগুলো ভিনাইল, ফেব্রিুক, ধাতু ও কাঠের তৈরি হয়। তাই আপনার বাড়ি বা ফ্ল্যাটের চাহিদা মতো শাটার বেছে নিতে পারেন আপনি। ক্লাসিক থেকে কনটেমপোরারি সব রকম হোম ডেকরের লুকের সঙ্গে মানানসই। এই ইন্টেরিয়ার শাটারের ফলে হাওয়া ও প্রাকৃতিক আলোর প্রবেশ সহজেই হয়। ঘরের পরিবেশ আরামদায়ক থাকে।
ব্লাইন্ড কার্টেন বা খড়খড়ির পর্দা
ঘরের অন্দরসজ্জায় এক অন্য মাত্রা এনে দেয় এই খড়খড়ির পর্দা। আর যদি ঘরের রঙয়ের সঙ্গে মিলিয়ে এই খড়খড়ির রঙ বাছা হয় তা হলে তো কথাই নেই। হয়ত এক মুহূর্তের জন্য নিজের ঘরকেই চিন্তে পারবেন না আপনি। যদি আপনার বেডরুমের থিম মিনিম্যালিস্ট হয় তাহল প্রিন্টেড ব্লাইন্ড কার্টেন বাছতে পারেন। আবার পাশাপাশি সাদা বা নিউট্রাল কালার কিংবা নেটের মতো ব্লাইন্ড কার্টেন এক নিমেষে বদলে দেবে বাড়ির পরিবেশ।
অন্দরসজ্জায় জানালার সাজের যে এতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা আগে কি কখন ভেবেছেন? যদি আপনার আপনার কাছে আরও চমকপ্রদ জানালার সাজের উপায় থাকে তাহলে জানাতে ভুলবেন।
(ছবি সৌজন্য: House Beautiful)