নিত্যদিনের ব্যস্ততায় সময় পাননি পার্লার যাওয়ার সময়। ফলে বিশেষ ভাবে ত্বকের পরিচর্যার সুযোগ মেলেনি। এরই মধ্যে আবার আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে ত্বক। তবে ‘কুছ পরোয়া নেহি’ পুজোর রাতে ত্বকের এই সব সমস্যাকে ঢেকে ফেলুন নিখুত মেকআপ করে। এই মেকআপের ছোঁয়ায় কালীপুজোর রাতে হয়ে উঠুন মোহময়ী।
View this post on Instagram
নিঁখুত মেকআপের জন্য ত্বককে তৈরি করে নিন। মেকআপের পরেও যাতে ত্বকের পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকে সেদিকে নজর দিতে হবে। তাই ক্লেনজিং, টোনিং ও ময়শ্চারাইজ এই তিনটি কাজই ভাল করে করতে হবে। প্রয়োজনে শিট মাস্ক ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্ট হাইড্রেশনের জন্য ৫ থেকে ১০ মিনিট যথেষ্ট। ঠোঁট হাইড্রেট করতে ভুলবেন না। শীতকালে ঠোঁট নিজের আর্দ্রতা হারায় খুব তাড়াতাড়ি। তাই মেকআপের আগে মুখ ও ঠোঁটের আর্দ্রতা বজায় রাখুন।
পুজো মানেই বন্ধুদের সঙ্গে হই হট্টগোল,আড্ডা। এই সবের মধ্যে সময়ের খেয়াল থাকবে না, হিসেব থাকবে না খাওয়া দাওয়ারও। তাই এই অনিয়মের জন্য ত্বককে তৈরি রাখতে হবে। এমনভাবে মেকআপ করতে হবে যাতে তা দীর্ঘস্থায়ী হয়। এর জন্য মেকআপের আগে প্রাইমার অবশ্যই ব্যবহার করুন। এটা দীর্ঘক্ষণ মেকআপ ধরে রাখবে। প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।
আরও পড়ুন: উৎসবের ধকলে ক্লান্ত ত্বক চনমনে করে তুলুন এইভাবে
ভারী মেকআপ ক্রিম ব্যবহার করলে পুজোর দৌড় ঝাপে সেটা গলে সাজ নষ্ট হয়ে যেতে পারে। তাই লাইটওয়েট ফাউনডেশন ব্যবহার করা ভাল। যাদের শুষ্ক ত্বক তারা ২৪কে ফেসিয়াল অয়েল(24k facial oil) ব্যবহার করতে পারেন। এতে ফাউনডেশন ত্বকে ভাল ভাবে বসবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। ত্বকের আর্দ্রতা বজায় থাকলে মেকআপ ভাল থাকবে।
আপনার স্কিন টোনের রঙ অনুযায়ী এক শেড ডার্কার কনসিলার বাছুন। মেকআপের আগে যে জায়গায় দাগছোপ রয়েছে তার ওপর লাগিয়ে ফেলুন। লাইটওয়েটে কনসিলার বাছুন।
মেকআপ ক্রিম বা লোশন ব্যবহারের পর সেটিং পাউডারের ব্যবহার মাস্ট যাতে অতিরিুক্ত তেল বা ক্রিমে সাজ নষ্ট না হয়। যাদের টি জোন (T zone) তৈলাক্ত তাঁরা ট্র্যান্সক্লুসেন্ট পাউডার ব্যবহার করুন। এর ফলে ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে রাখবে।
ব্রোনজার পাউডারের ব্যবহারে এমন ভাবে করুন যাতে চোখ, নাক মুখ আরও ফুটে ওঠে। চিকবোন ও জলাইন সাজিয়ে নিন ব্রোনডার দিয়ে যাতে ডাবল চিন বা মুখের ফোলাভাব সহজেই আড়াল হয়ে যায়।
আরও পড়ুন: জানুন কালীপুজোর সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের
বিয়ে বাড়ির সাজে মুহূর্তে চমক এনে দেবে ব্লাশ তাই পোশাকের সঙ্গে মানানসই লাল কিংবা গোলাপি রঙের আভায় নিজেকে লাস্যময়ী করে তুলুন। পোশাকের রঙের পাশাপাশি মাথায় রাখুন স্কিন টোন।
উত্সব মানেই জমিয়ে খাওয়া দাওয়া। তবে খাবারের সঙ্গে যাতে ঠোঁটের রঙ মলিন না হয়ে পড়ে তাই ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে প্রথমে লিপ পেনসিল দিয়ে ঠোঁট রাঙিয়ে নিন তারপর ম্যাট লিপস্টিক লাগান।
আপনার মুখমণ্ডলকে আরও চৌখস করে তোলে সুন্দর শেপের ভুরু। তাই আইব্রো পেন্সিল ও আইব্রো পাউডার নিয়ে ভুরু ভরাট করে নিন এবং আচড়ে নিন।
View this post on Instagram
প্রথমে নিউড শেডের অ্যাই শ্যাডো লাগান। এরপর চোখের ক্রিজ ও বাইরের অংশে গাঢ় বাদামী রঙের আইশ্যাডো দিয়ে সাজিয়ে নিন। এবার সোনালী কিংবা বাদামী রঙের শিমার দিয়ে চোখ সাজিয়ে তুলুন। চাইলে পোশাকের সঙ্গে মানানসই রঙে-র আইশ্যাডো বাছতে পারেন।
আরও পড়ুন: ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে নিত্যদিনের পরিচর্যা করুন এভাবে
কালো বা আপনার পছন্দের রঙের আইলাইনার লাগিয়ে নিন। চোখ আরও আকর্ষণীয় করে তুলতে মাস্কার লাগান।
সব শেষে চোখ, নাক, ঠোঁট ও গালের মেকআপ যেন অক্ষত থাকে এবং জায়গায় থাকে তাই সেটিং স্প্রে অবশ্যই ব্যবহার করুন। এবার আপনি পুজোর সাজে নিউ লুকে রেডি!