আজকের দিনে যেখানে আমাদের মুখ মাস্কে ঢাকা সেখানে চোখের ভাষার গুরুত্ব যেন আরও বেড়ে গেছে। আর চোখকে সুন্দর করতে আই লাইনারের জবাব নেই। আপনি হালকা মেকআপ করুন কিংবা ভারি মেকআপ আপনার পছন্দ। চোখের সাজ দুক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিস হোক, বন্ধুদের সঙ্গে গেট টুগেদার কিংবা কোনও অনুষ্ঠান আইলাইনারের কেরামতে কত রকম ভাবে বর্ণময় হয়ে উঠেছে চোখ তা আর বলার অপেক্ষা রাখে না। আর চোখের বিভিন্ন স্টাইলের মধ্যে সব থেকে জনপ্রিয় ও এখনও হিট তা হল ক্যাট আই লুক। চোখের কত সাজ এলো আর গেলো, কিন্তু ক্যাট আই লুকের আকর্ষণই আলাদা। পুরুষ কিংবা নারী এই চোখের চাহনিতে চোখ আটকাতে বাধ্য সবার। আর ইদানীং ফের ট্রেন্ডিং এই ক্যাট আই লুক। আপনার কী জানা আছে? দেখে নিন কীভাবে আপনার চোখে ফুটিয়ে তুলবেন এই ক্যাট আই লুক-
View this post on Instagram
প্রথমে,এই কাজে যাতে সুবিধে হয় তার জন্যে সঠিক লাইনার বেছে নিন। চাইলে আইলাইনার জেল, পেন্সিল, লিক্যুইড ব্যবহার করতেই পারেন। কিন্তু যদি আইলাইনার লাগাতে গিয়ে আপনার হাত কাঁপে তা হলে জেল ব্যবহার করাই ভাল। তাই আপনার পছন্দের ব্র্যান্ডের জেল আইলাইনার বেছে নিন। এবং একটা অ্যাংগেল্ড ব্রাশ বেছে নিন।
এবার এই ব্রাশ আইলাইনারে চুবিয়ে নিয়ে প্রথমে ক্যাট আই মেক আপের বাইরের দিকটা এঁকে নিন। এতে একটা কোনের মতো আকার তৈরি হবে।
এবার এই অ্যাংগেল্ড ব্রাশটা দিয়ে যেখানে চোখের লাইন এঁকেছেন সেখানে রেখে চোখের ভিতরের দিকে টেনে নিন।
এবার খুব হাল্কা স্ট্রোকে বাইরের লাইন ও ভিতরের লাইনের মধ্যে যে জায়গাটা আছে সেটা ভাল করে ভরাট করে নিন। যাতে চামড়া মাঝখান থেকে দেখা না যায়। দেখা গেলে ভীষণ বাজে লাগবে। আর হ্যাঁ, কোনও মতেই ভিতরের দিকের লাইন বেশি ভরাট করবেন না। কারণ আসল অর্থে ভাল ক্যাট মেকআপ তখনই হবে যখন আপনার চোখের মেকআপ নীচের দিকটা সরু থেকে উপরের দিকে মোটা হবে।