গ্লাস স্কিন, ডলফিন স্কিন ও মিরর স্কিনের পর এখন কোরিয়ান বিউটি ওয়ার্ল্ড কাঁপাচ্ছে ক্লাউড স্কিন। ২০২০-র লকডাউনে সোশাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেছে কোরিয়ার এই মেক আপ স্টাইলগুলি। কোরিয়ান স্টাইলে, মেক আপের ক্ষেত্রে ত্বকের জৌলুস বা চাকচিক্য বাড়ানোর উপর বিশেষ নজর দেওয়া হয়। মেক আপ স্টাইল যাই হোক না কেন, কোরিয়ান মেক আপের শেষ কথা হল উজ্জল ত্বক।
যদিও কোনও ব্যক্তির ত্বক কেমন হবে তা অনেকটাই নির্ভর করে তাঁর জিনের উপর। তবে নিয়মিত রূপচর্চা ও মেক আপ প্রোডাক্টসের সাহায্যেও চেহারায় বাড়তি জেল্লা যে আনা সম্ভব তা বলার অপেক্ষা রাখে না। এই দুটি বিষয়ের সুন্দর সম্বন্বয়ে বেশ পটু কোরিয়ান মেক আপ শিল্পীরা।
এঁদেরই একজন, মেক আপ আর্টিস্ট ডমিনিক স্কিননার। ম্যাট ও গ্লসি লুকের যুগে কোরিয়ান বিউটি ওয়ার্ল্ড এখন মজেছে তাঁর সৃষ্টি, ক্লাউড স্কিন লুকে। আর পাঁচটা মেক আপের থেকে অনেকটাই আলাদা এই স্টাইল। এখন যুগ ম্যাট বা গ্লসি মেক আপ লুকের। আর এই ম্যাট লুক ও উজ্জ্বল টেক্সচার ব্যবহার করে এমন একটা লুক তৈরি করেছেন এই শিল্পী, যা একটু অন্যরকম। তবে নজরকাড়া।
পাউডার ও ফাউন্ডেশনের মিশেলে, মুখমণ্ডলে সৃষ্টি হয়েছে মেঘের মায়া। নেই চলতি মেক আপ স্টাইলে প্রচণ্ড উজ্জ্বলতা বা উগ্রতা। বদলে অনেকটাই নরম ও স্নিগ্ধ দেখায় মুখ। মেঘ বোঝাতে মুখে একটি ব্লারি এফেক্ট সৃষ্টি করা হয়। এর ফলে অনেকটাই মসৃণ দেখায় মুখের ত্বক। ভাবছেন, ঘরে বসে এই ক্লাউড স্কিন মেক আপ কীভাবে পাবেন? এই ৬টি সহজ উপায়ে ক্লাউড স্কিন মেক আপ স্টাইলে আজই হাত পাকিয়ে নিন আপনিও।
১. শুধু ক্লাউড স্কিন নয়। যে কোনও মেক আপের আগেই ভাল করে পরিষ্কার করে নেওয়া উচিত মেক আপ ব্রাশ। ঘরোয়া বা বাজার চলতি ক্লেনজার দিয়ে ব্রাশ পরিষ্কার করে নিন।
২. এরপর, মেক আপ শুরুর আগে মুখ ও হাত দুই-ই ভালোভাবে পরিষ্কার করে নিন।
৩. যদিও বাধ্যতামূলক নয়। তবে মেক আপের আগে ত্বকের সঙ্গে মানানসই ফেসিয়াল অয়েল লাগিয়ে নিতে পারেন। তেল হালকা হাতে লাগাবেন, মালিশ করবেন না। ত্বকের ওপর অযথা চাপ দেবেন না। খেয়াল রাখবেন তেলের পরিমাণ যেন কম থাকে। মুখে তেল লাগানোর পর সেটি ত্বকের সঙ্গে মিশতে দিন। আপনার ত্বক তেল শুষে নিলে তারপর মেক আপ শুরু করুন।
৪. প্রথমেই একটি উজ্জ্বল রঙের ফাউন্ডেশন বেছে নিন। এ বার বিউটি ব্লেন্ডারের সাহায্যে মুখে লাগিয়ে নিন।
৫. এখন সময়, ছোট্ট একটা ম্যাজিকের! প্রথমে সেটিং পাউডার দিয়ে মুখের অতিরিক্ত তেল শুষে নিন। একইভাবে চুল, নাক, থুতনি, চোয়াল ও চোখের কোনের অতিরিক্ত তেল মুছে নিন। এর ফলে দেখবেন একইসঙ্গে ম্যাট ও গ্লো এফেক্ট আপনার মুখে ফুটে উঠেছে। তৈরি হয়েছে ক্লাউড এফেক্ট।
৬. যদি আপনি আরও হেজি এফেক্ট পেতে চান। তা হলে আপনার ত্বকের সঙ্গে মানানসই কনসিলার বেছে নিন। যেই জায়গাগুলিতে সেটিং পাউডার লাগিয়েছিলেন, সেখানে বিউটি ব্লেন্ডার লাগিয়ে নিন। এরপর দ্বিতীয়বার সেটিং পাউডার লাগিয়ে এই জায়গাগুলি সিল করে দিন। ব্যস, আপনার ক্লাউড স্কিন মেক আপ লুক রেডি।