কলকাতা: সামনেই রয়েছে উৎসবের মরশুম। অক্টোবর মাসেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। তারপর নভেম্বরেই রয়েছে ধনতেরস, দীপাবলির উৎসব। ফলে সোনা (Gold) কেনার হিড়িক তো লাগবেই। এই অবস্থায় সোনার দাম সেই সময় বাড়বে না কি কমবে, তা নিয়ে উদ্বেগে রয়েছেন বেশির ভাগ গ্রাহকই। চলুন জেনে নেওয়া আজ কলকাতায় সোনার কী দাম রয়েছে।
GST এবং TCS বাদে শনিবার সোনার দাম (১ সেপ্টেম্বর, ২০২৩)
কলকাতা-
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫,০৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০,০৫০ টাকা।
দিল্লি –
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫,২০০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০,৩১০ টাকা।
মুম্বই –
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫,০৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০,০৫০ টাকা।
বেঙ্গালুরু –
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫,০৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০,০৫০ টাকা।
হায়দরাবাদ –
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫,০৫০ টাকা।
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০,০৫০ টাকা।
শনিবার রুপোর দাম ( ১সেপ্টেম্বর, ২০২৩)
১ কেজি রুপোর বাটের দাম ৭৪, ৯৫০ টাকা।
১ কেজি খুচরো রুপোর দাম ৭৫, ০৫০ টাকা।