সাধারণত সবজির খোসা ছাড়িয়েই রান্নায় ব্যবহার করা হয়। একই ভাবে অধিকাংশ ফলের খোসা ছাড়িয়েই সেগুলো খাওয়া হয়। কিন্তু আপনি এটা জানেন কি ফল ও সবজির খোসা ফেলে না দিয়ে রূপচর্চা থেকে শুরু করে বাড়ির নানা কাজে ব্যবহার করা যেতে পারে। কীভাবে বাড়ি পরিষ্কার রাখতে ফল ও সবজির খোসা কাজে লাগাতে পারেন দেখে নিন-
পাতিলেবুর খোসা দিয়ে কিচেন সিঙ্ক পরিষ্কার করুন
পাতিলেবুর খোসা যে উপাদান রয়েছে তার অ্যাসিডের মতো কার্যকারিতা রয়েছে। তাই পাতিলেবুর খোসা ফেলে না দিয়ে এগুলি সিঙ্ক পরিষ্কারের কাজে ব্যবহার করতে পারেন।
বাথরুমের নালি থেকে পোকা মাকড় দূরে রাখতে
পাতিলেবু কিংবা অন্যন্য লেবুপ খোসা ফেলে না দিয়ে এগুলো জলে ভাল করে ফুটিয়ে নিন। এবার এই জল ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে নালিতে স্প্রে করুন। উপকার পাবেন।
পাকা কলার খোসা কাজে লাগান এইভাবে
কলা খেয়ে খোসা ফেলে না দিয়ে খাদ তৈরি করতে পারেন। এর জন্য প্রথমে কলার খোসা ছোট ছোট টুকরোয় কেটে নিন। এবার এই টুকরোগুলো কিছুক্ষণ রোদে রেখে দিন। কিছুক্ষণ রোদে কলার খোসা রেখে এবার এই টুকরোগুলো মাটিতে মিশিয়ে দিন।
স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন কমলালেবুর খোসা
কমলালেবু খেয়ে খোসা ফেলে দেবেন না। এই খোসা জমিয়ে রেখে রোদে শুকোতে দিন। রোদে শুকোনোর পর কমলালেবুর খোসা শুকিয়ে মিক্সিতে ভাল করে পিষে নিন। খোসা একেবারে মিহি করে পিষে একটি পাত্রে ঢেলে নিন। এবার এই মিশ্রণে মধু, টক দই, মুলতানি মাটি এবং গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে, গায়ে হাতে পায়ে লাগিয়ে নিন। হাল্কা শুকিয়ে গেলে এটা আলতো হাতে স্ক্রাব করে ধুয়ে নিন।
ড্রেন ফ্লাই দূরে রাখতে এইভাবে ব্যবহার করুণ ফলের খোসা
পেঁয়াজের খোসা, পাতিলেবু, কিংবা কমলালেবুর খোসা ব্যবহার করে সহজেই ড্রেন ফ্লাই তাড়াতে পারেন। এর জন্য এক লিটার জলে এই সব খোসা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার এই জল ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার এই মিশ্রণে বেকিং সোডা কিংবা ভিনেগার মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ স্প্রে করে সহজেই ড্রেন ফ্লাই দূরে রাখুন।
(ছবি সৌ: Unsplash)