পুজোর পাঁচটা দিন সাজ নিয়ে কোনও আপোস নয়। তাই পাঁচ দিনের পোশাকের সঙ্গে মানানসই জাঙ্ক জুয়েলারি কিনে চমক দিতে আপনি তৈরি। সত্যি বলতে কী, এই হালফিলের জাঙ্ক জুয়েলারি কাবু করেছে আট থেকে আসি সকলকেই।ছিমছাম গয়না থেকে শুরু করে ট্রাডিশনাল ড্রেসের সঙ্গে ভারী গয়না এত সুন্দর ভাবে মানিয়ে যায় যে সাজসজ্জার পর স্বর্গের সুন্দরীরা যে মর্তে নেমে আসেননি তা দেখে বোঝা দায়! কিন্তু এই জাঙ্ক জুয়েলারি নিয়ে একটাই সমস্যা, কখন যে ত্বকের সঙ্গে রিঅ্যাক্ট করে র্যাশ ও চুলকানির হলেই বিপদ। আর অক্টোবরের রোদে ঘাম ও ধুলো ও জাঙ্ক জুয়েলারি সব মিলেমিশে যে কী হতে পারে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার উপর যাঁদের ত্বক সংবেদনশীল তাঁদের সমস্যা আরও বেশি।
তাই বলে পরবেন না ? প্রশ্নই ওঠে না, তা হলে এই কাজগুলো করুন সমস্যার সমাধান সহজেই হবে।
সিলিকনের কানের গুঁজি ব্যবহার করতে পারেন
এই সিলিকন গুঁজি আপনার কানের লতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে না। এবং র্যাশের সমস্যা সৃষ্টি হতে দেয় না। পাশাপাশি কানের ফুটোয় গয়নার ধাতুর যাতে কোনও প্রভাব না পড়ে সেদিকেও নজর রাখে।
জাঙ্ক জুয়েলারিতে নেল পালিশ লাগিয়ে নিতে পারেন
নেল পালিশের ওপর যে টপ কোট ব্যবহার করেন সেটা হারের লকেট বা নেকপিসের ভিতরের দিক যে দিকটা ত্বকের সংস্পর্শে আসে সেখানে লাগিয়ে নিন।এর ফলে ত্বক ও গয়নার মাঝখানে নেলপালিশের এই পরত থাকায় কোনও প্রতিক্রিয়া হয় না।
জাঙ্ক জুয়েলারি পরে র্যাশ হলে কী করবেন
র্যাশের জায়গায় ক্যালামাইল লোশন, পেট্রোলিয়াম জেলি ও মিনারেল অয়েল লাগালে আরাম পাবেন। এবং নিয়মিত ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না।
ভিজে কাপড়ের সেঁক দিতে পারেন
একটা পরিষ্কার কাপড় জলে ভিজিয়ে নিন। এ বার এই ভেজা কাপড় থেকে বাড়তি জল নিংড়ে নিন এবং যেখানে র্যাশের সমস্যা আছে সেখানে কমপ্রেস করুন। দেখবেন অনেকটা আরাম পাবেন। জ্বালা হোক বা চুলকানি অনেকটাই কমবে।
তবে কোনও অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না
নিজের থেকেই কোনও অ্যান্টিবায়োটিক কিনে এই সব র্যাশের জায়গায় ব্যবহার করবেন না। এতে বিপদ আরও বাড়তে পারে।
জাঙ্ক জুয়েলারি একটানা অনেকক্ষণ পরবেন না
মেকআপের পর বাকি সাজসজ্জা হয়ে গেলে একেবারে শেষে জাঙ্ক জুয়েলারি পড়ুন। এবং অনুষ্ঠান বা পার্টির শেষে বাড়ি ফিরেই প্রথমেই এই জুয়েলারি খুলে ফেলুন।অন্তত যত পারা যায় তত ত্বকের থেকে জাঙ্ক জুয়েলারি দূরে রাখা যাবে।তবে যাঁদের ত্বক অতি সংবেদনশীল তাঁরা এই রকমারি জাঙ্ক জুয়েলারির মায়া ছেড়ে রুপোর গয়নাগাঁটি পরতে পারেন। দামি তবে ত্বকের কোনও সমস্যা হবে না। পাশাপাশি রুপোর গয়নারও রকমারি সম্ভার রয়েছে মনের মতো বেছে নিলেই হবে।
ছবি সৌজন্য: Pixabay