সুকুমার রায় লিখেছেন, ‘ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা, ফুল ফোটে? তাই বল, আমি ভাবি পটকা৷’
শব্দে যখন কান-মাথা ঝাঁ ঝাঁ, তখন ফুল ফুটলেও মনে হয় বুঝি পটকা ফাটছে৷ মনে হয় এই লকডাউনটাই ভাল ছিল! সেই সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলা, হই হট্টগোলের হাত থেকে অন্তত রেহাই পাওয়া গিয়েছিল। চারিদিকে অটো, বাইক, মাইক, বাস, চিৎকার, চেঁচামেচির যেন কোনও ইতি নেই। অফিস হোক বা বাড়ি, আজকাল কেউ একটু জোরে কথা বললেই মেজাজ হারাচ্ছেন আপনি। নিজের এই মেজাজের তিক্ততা বেশ ভাবিয়ে তুলেছে আপনাকে। কিন্তু জোরে আওয়াজ বা কথা শুনলেই চূড়ান্ত বিরক্ত হচ্ছেন আপনি? তা হলে, আপনি নয়েজ অ্যানোয়েন্সে ভুগছেন না তো? বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে৷ যেমন ঘুমের অভাব বা নিত্যদিনের দিনচর্যায় ব্যাঘাত ঘটলে বা ডিপ্রেশনে থাকলে। তা কারণ যাই হোক না কেন, বাড়ি ফিরে একটু শান্তিতে সময় কাটাতে চাইলে এই সামগ্রীগুলো ব্যবহার করে দেখতে পারেন।
সিলিকা জেল বাম্পার
বাড়িতে সব থেকে বিরক্তিকর জোরে জোরে দরজা, জানালার পাল্লা পড়ার আওয়াজ বা রান্নাঘরের কেবিনেট বা স্টাডি রুমের ড্রয়ারের আওয়াজ। বিরক্তিকর এই সব আওয়াজের হাত থেকেই আপনাকে রেহাই দেবে এই সিলিকা জেলা বাম্পার। এগুলো দরজা, জানলা, ড্রয়ার বা কেবিনেটের পাল্লায় আটকে দিলে আওয়াজের অত্যাচারের হাত থেকে বাঁচবেন।
অ্যাডহেসিভ ফেল্ট প্যাড
নিত্যদিনের ব্যবহারযোগ্য প্লাস্টিক চেয়ার বা টেবিলের পায়ায় এই ফেল্ট প্যাড লাগিয়ে নিন। এর ফলে চেয়ার সরাতে গেলে মেঝেতে ঘষা লেগে যে আওয়াজ হয় তা হবে না।
নো সাউন্ড সিলিং ফ্যান
বাড়িতে ফিরে ভাবছেন একটু চোখ বন্ধ করে ক্ষণিকের জন্য জিরিয়ে নেবেন। ঘর অন্ধকার করে শুয়েছেন, কিন্তু তার উপায় নেই। শান্ত পরিবেশে মনের আনন্দে শব্দ দূষণ করে চলেছে মাথার ওপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা। সত্যি, খুবই বিরক্তিকর। তা এই তীব্র বিরক্তির হাত থেকে রেহাই পেতে ব্যবহার করে দেখতে পারেন নো সাউন্ড সিলিং ফ্যান।
নয়েজ় ক্যানসেলেশন হেডফোন
বাড়ি বসে কাজের সময় এই বিশেষ ধরনের হেডফোন খুবই কার্যকরী। বাইরের কোনও আওয়াজই আপনার কানে যাবে না। একাগ্রতা নষ্ট হবে না।
সিলিকনের রান্নার জিনিস
বাড়িতে সব থেকে বেশি আওয়াজ হয় রান্নাঘরে। স্বাভাবিক ভাবেই সকালে থেকে রাত স্টিলের, পিতলের বাসনপত্রের নাড়াচাড়া, আওয়াজ মাঝে-মধ্যে যা কানে লাগে তা বলার নয়। তা হলে উপায়? একটা কাজ করে দেখতে পারেন, সিলিকনের তৈরি খাওয়ার প্লেট ও চামচ ব্যবহার করতে পারেন।
সিলিকন পট হোলডার ও রাক হোল্ডার
একই রকম ভাবে সিলিকনের পট হোল্ডার ব্যবহার করতে পারেন। এতে রান্নার পর বাসনপত্র নামিয়ে রাখার সময় অযথা আওয়াজ হবে না। হেভি বটম ফ্রাইং প্যান বা হাঁড়ি কড়াইয়ের ক্ষেত্রে আলাদা রাক হোল্ডার ব্যবহার করতে পারেন। এতে একটা বাসন নিতে গিয়ে আর একট বাসন পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।