রূপচর্চার হিরো এখন হায়ালিউরোনিক অ্যাসিড (hyaluronic acid)! কেন বলছি? ত্বকের যত্ন নিতে হায়ালিউরোনিক অ্যাসিড যে দারুণ কাজে তা এখন অধিকাংশই জানেন। তবে শুধু ত্বক না বিউটি এক্সপার্টদের মতে চুলের স্বাস্থ্য ভাল রাখতেও এখন তাদের পছন্দ এই হায়ালিউরোনিক অ্যাসিড। বছরের শুরু থেকেই টিকটক সহ অন্যান্য সোশাল মিডিয়াগুলোতে লম্বা সময় ধরেই ট্রেন্ডিং এই রাসায়নিক। সোশাল মিডিয়ায় তো কত কিছুই ভাইরাল হয় কে আর অত খবর রাখে! তাই প্রথম প্রথম অনেকেই এর গুরুত্ব নিয়ে তেমন মাথা ঘামাননি। কিন্তু প্রত্যেকের টনক নড়েছে। তাই ত্বকের পাশাপাশি এবার চুলের নানা রকম সমস্যার একমাত্র সমাধান হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে হায়ালিউরোনিক অ্যাসিডের ব্যবহার। কারণ-
আপনার চুলের ধরন যাই হোক না কেন হায়ালিউরোনিক অ্যাসিডের ব্যবহারে সমস্যা নেই।
ত্বকের ক্ষেত্রে যেভাবে আর্দ্রতা জোগায় চুলের ক্ষেত্রেও প্রয়োজনীয় আর্দ্রতা জোগানোর পাশাপাশি তা ধরে রাখে। এর ফলে ক্ষতিগ্রস্ত চুলের রক্ষা করে।
চুলের বিভিন্ন সামগ্রীতে উপাদান হিসেবে থাকা এই হায়ালিউরোনিক অ্যাসিড ব্যবহারের সময় দ্রুত চুলের সঙ্গে মিশে গিয়ে প্রয়োজনীয় আর্দ্রতা চুলে ধরে রাখে। এবং আর্দ্রতার অভাব ঘটতে দেয় না।
কোলাজেন মাথার ত্বক শুষ্ক হতে দেয় না এর ফলে খুশকির সমস্যার সৃষ্টি হয় না। আর এই প্রাকৃতিক উপাদান যখন হায়ালিউরোনিক অ্যাসিডের মত চুলের উপকারী উপাদানের সঙ্গে মেশে তখন চুল কুকড়ে যাওয়ার মতো সমস্যা সহজেই মিটে যায়। চুলের স্বাস্থ্য বাড়ে চুল আরও ঘন হয়।
তাই শীতকালে শুষ্ক ও রুক্ষ চুলের সমস্যার মোকাবিলা করতে এমন সামগ্রী বাছুন যাতে হায়ালিউরোনিক অ্যাসিড আছে।
কী ভাবে ব্যবহার করবেন?
হায়ালিউরোনিক অ্যাসিডের সঠিক পুষ্টি পেতে এটা স্নানের পর ভেজা চুলে লাগিয়ে নিন। এই রাসায়নিক জলের সঙ্গে মিশল আপনার চুল নিমেষ বদলে যাবে। রুক্ষ এবং জৌলুসহীন চুল হারানো জেল্লা ফিরে পাবে।
এছাড়া আপনার মাথায় তেল মাখার অভ্যেস থাকলে আপনার তেলের সঙ্গে হায়ালিউরোনিক অ্যাসিড মিশিয়ে মেখে নিন। উপকার পাবেন হাতেনাতে। এই যেমন ধরুন চুল রুক্ষ হয়ে ভঙ্গুর হয়ে গেলে চুল মজবুত করে অলিভ অয়েল, আর এতে হায়ালিউরোনিক অ্যাসিড মেলালে আর দেখতে হবে না! চুলে যেন নতুন প্রাণের সঞ্চার হবে।
তা আপনি কি ত্বক বা চুলের পরিচর্যায় এখনও হায়ালিউরোনিক অ্যাসিড এখনও ব্যবহার করেছেন?
ছবি সৌজন্য: Freepik