কলকাতা: বাড়ির (Home) বাস্তু ত্রুটি কিন্তু ঋণ বৃদ্ধি এবং আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণ হতে পারে। বাস্তু দোষের কারণেই অনেক ধরনের সমস্যা দেখা দেয় জীবনে। যার মধ্যে ঋণ বৃদ্ধির সমস্যা অন্যতম। বাস্তুশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাড়ি বানানো থেকে শুরু করে, সাজসজ্জা বাস্তুর নিয়ম মেনে করা উচিত। একইভাবে বাড়িতেও কিছু গাছ লাগাতে হলে বাস্তুর নিয়ম মাথায় রাখা উচিত। বিশ্বাস করা হয় যে বাড়িতে মানি প্ল্যান্ট লাগালে দেবী লক্ষ্মী খুব খুশি হন। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু এই গাছ সঠিক ভাবে না রাখলে ঘরে দারিদ্র নেমে আসতে পারে।
বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট কখনই বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখা উচিত নয়। এটি বৃহস্পতির প্রতিনিধিত্ব করে পাশাপাশি এই দিককে শুক্রের শত্রু বলেও মনে করা হয়। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে মানি প্ল্যান্ট রোপণ করা সবসময়ই শুভ বলে মনে করা হয়। এই দিকে মানি প্ল্যান্ট লাগালে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
আরও পড়ুন: ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ এর মাঝে কত রোজগার হল ‘রকি অউর রানীর’?
মানি প্ল্যান্ট রোপণের সময়, বিশেষ যত্ন নিতে হবে কিন্তু। খেয়াল রাখতে হবে যে এটি যাতে মাটি কোনও ভাবেই স্পর্শ না করে। মাটি স্পর্শ করলে তা অশুভ বলে মনে করা হয়। তাই যখন এটি বাড়তে শুরু করলে একটু নজরে রাখবেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জল মানি প্ল্যান্ট কখনই শুকনো হওয়া উচিত নয়। শুকিয়ে গেলে খুব অশুভ মনে করা হয়।