শুরু হচ্ছে নতুন মাস। প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন নাকি চূড়ান্ত ব্যস্ততা থাকবে বেশির ভাগ দিন। ভবিষ্যতের কথা জানা সহজ নয় ঠিকই তবে তার কিছু আগাম ঝলক অবশ্যই দেখতে পাবেন আপনার রাশিফলে। নতুন মাসে ভাগ্য ফিরবে কোন রাশির আর কোন রাশিতে বাড়তে পারে সমস্যা, গ্রহ নক্ষত্রের অবস্থানের প্রভাবে বদল কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
মকর রাশি(ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০)
Capricorn (December 23- January 20)
মকর রাশির জাতকদের জন্য নতুন মাস খুবই ভাল কাটবে। চাকরির নতুন প্রস্তাব পাবেন। আর যারা চাকরির খোঁজে রয়েছেন অবশেষে তারা মন মতন চাকরি পাবেন। এমনকি চাকরির খোঁজে আশাতীত ফল মনোবল ও আত্মবিশ্বাস বাড়াবে। তবে আর্থিক অনটনের কারণে সাময়িক ভাবে চিন্তিত থাকবেন। মানসিক স্বাস্থ্য ভাল রাখতে যোগ করতে পারেন। দুশ্চিন্তা অনেকটা কম হবে।
কুম্ভ রাশি (জানুয়ারি ২১- ফেব্রুয়ারী ১৯)
Aquarius (January 21- February 19)
কেরিয়ার দিক দিয়ে দেখতে গেলে কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা বেশ শুভ। এমনকি বেশ কয়েকজনের সরকারী চাকরির যোগও রয়েছে। চাকরির মতো ব্যবসার ক্ষেত্রেও সময়টা বেশ ভাল। ব্যবসায় বৃদ্ধি হবে এবং আর্থিক লাভের মুখ দেখবেন। সামগ্রিক ভাবে আর্থিক পরিস্থিতি বেশ ভাল থাকবে। দীর্ঘদিনের বেশ কিছু বিনিয়োগের ফলে বড়সড় লাভের মুখ দেখবেন। ভাই-বোনের সম্পর্ক আরও ভাল হবে। স্বাস্থ্যও ভাল থাকবে।
মীন রাশি (ফেব্রুয়ারী ২০-মার্চ ২০)
Pisces (February 20- March 20)
মীন রাশির জাতকদের জন্য সময়টা বেশ শুভ। নতুন মাস জীবনে সাফল্য নিয়ে আসবে। কার্যক্ষেত্রে সম্মান লাভের যোগ রয়েছে। বিশেষ করে বিদেশি চাকরি ও বিদেশি ব্যবসার ক্ষেত্রে সময়টা বেশ গুরুত্বপূর্ণ। নতুন কোনও পরিকল্পনাকে বাস্তবায়িত করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কর্মজীবন খুব ভাল থাকলেও নতুন মাসে চিন্তা বাড়াবে অনাবশ্যক খরচা এবং সম্পর্কের জটিলতা। এর ফলে মাসিক চাপ বাড়বে।
আরও পড়ুন:
মাসিক রাশিফল কর্কট, সিংহ, কন্যা
মাসিক রাশিফল তুলা, বৃশ্চিক, ধনু