ওয়েব ডেস্ক: ২০২৫ সালের শুরুতেই জিও (Jio) তার প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ কিছু রিচার্জ প্ল্যান (Recharge Plan), যার সঙ্গে মিলছে জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম Netflix-এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে! নতুন এই প্ল্যানগুলির দাম কিছুটা বাড়লেও, অফার করা সুবিধাগুলি এক কথায় অসাধারণ।
১,২৯৯ টাকার প্রিপেইড
এই প্ল্যানে প্রতিদিন মিলবে ২ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি (Jio Welcome Offer-এর অধীনে), প্রতিদিন ১০০টি এসএমএস ও আনলিমিটেড কলিং। সঙ্গে থাকছে Netflix Mobile Subscription, যা মোবাইলে ৪৮০পি রেজোলিউশনে দেখা যাবে। এছাড়াও আপনি পাবেন JioTV, JioCinema (non-premium), এবং JioCloud-এর অ্যাক্সেস। তিন মাসের জন্য এই প্ল্যানের গড় খরচ পড়ছে প্রতি মাসে মাত্র ৪৩৩ টাকা।
আরও পড়ুন: লাফিয়ে বাড়ল মুকেশ আম্বানির শেয়ারের দাম! কোন সংস্থার?
১,৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে ৩ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি, এসএমএস ও কলিং সুবিধা। সঙ্গে মিলছে Netflix Basic Subscription, যা মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে ৭২০পি রেজোলিউশনে স্ট্রিমিং উপভোগ করা যাবে। এর কার্যকর মাসিক খরচ প্রায় ৬০০ টাকা। এই প্ল্যানেও থাকছে JioTV, JioCinema ও JioCloud-এর এক্সেস।
পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য: জিওর পোস্টপেইড গ্রাহকরাও বাদ যাচ্ছেন না। ৭৪৯ ও ১,৫৪৯ টাকার পোস্টপেইড প্ল্যানে রয়েছে যথাক্রমে Netflix Mobile ও Netflix Basic সাবস্ক্রিপশন। প্রথমটিতে মিলছে ১০০ জিবি ডেটা ও কলিং সুবিধা, এবং দ্বিতীয়টিতে ৩০০ জিবি ডেটা ও অন্যান্য সুবিধা সহ উন্নততর Netflix এক্সপেরিয়েন্স।
কীভাবে এক্টিভ করবেন এই প্ল্যানগুলি?
এটি একদম সহজ। মাই জিও অ্যাপ অথবা Jio-র ওয়েবসাইটে গিয়ে Mobile > Prepaid/Postpaid > Entertainment Plans বিভাগে গিয়ে নিজের পছন্দসই প্ল্যান বেছে নিন ও রিচার্জ করুন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর, Netflix অ্যাক্টিভেশনের জন্য একটি লিঙ্ক বা নির্দেশিকা পাওয়া যাবে।
Netflix সুবিধার কিছু সীমাবদ্ধতাও রয়েছে: যদিও প্ল্যানের সঙ্গে সাবস্ক্রিপশন ফ্রি, তবুও কিছু সীমাবদ্ধতা রয়েছে। Mobile প্ল্যান কেবল মোবাইলে ৪৮০পি তে দেখা যায় এবং Basic প্ল্যান একসঙ্গে মাত্র একটি ডিভাইসে ৭২০পি রেজোলিউশনে কাজ করে। এছাড়া সাবস্ক্রিপশনটি কেবল প্ল্যানের মেয়াদের জন্যই বৈধ।
কেন এই প্ল্যান বেছে নেবেন?
Jio-র এই অফার শুধু Netflix নয়, বরং এক প্যাকেজে ডেটা, কলিং ও OTT পরিষেবা নিয়ে আসছে। এর ফলে গ্রাহকেরা একসঙ্গে বিনোদন ও কানেক্টিভিটির সম্পূর্ণ অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।
অন্য টেলিকম সংস্থাগুলির তুলনায় Jio এগিয়ে কেন?
Airtel ও Vi-ও নেটফ্লিক্স-সহ প্ল্যান দেয় ঠিকই, তবে জিও-র আনলিমিটেড ৫জি ও একাধিক Jio অ্যাপ অ্যাক্সেস—এই দুই ফ্যাক্টর তাদের প্ল্যানগুলিকে আরও আকর্ষণীয় করে তোলে। যাঁরা একসঙ্গে Netflix, উচ্চগতির ডেটা, ও আনলিমিটেড কলিং খুঁজছেন, তাঁদের জন্য Jio-র এই নতুন প্ল্যানগুলি নিঃসন্দেহে সেরা পছন্দ। আজই মাই জিও অ্যাপে লগ ইন করে নিজের প্রয়োজনমাফিক প্ল্যান বেছে নিন, আর বিনোদনের দুনিয়ায় ডুব দিন সহজে, সাশ্রয়ে।
দেখুন আরও খবর: