ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটকের যুগে আজকাল প্রায় প্রত্যেকদিনই ভাইরাল বিউটি ওয়ার্ল্ডের নিত্য নতুন ট্রেন্ড। এই যেমন এক টানা কোরিয়ান মেকআপ নিয়ে মাতা মাতির পর এবার নেট মাধ্যমে জ লাইন কন্টোরিং নিয়ে মেতেছে বিউটি ইনফ্লুয়েনসাররা। পিছিয়ে নেই বলিউডের প্রথম সারির অভিনেত্রী করিনা কপুর খান ও শিল্পা শেট্টিরাও।
এই ট্রেন্ডটা ঠিক কিরকম?
ভার্চুয়াল ওয়ার্ল্ডে নিত্য নতুন বিউটি ট্রেন্ডের অভাব নেই তবে এই ট্রেন্ড একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই ট্রেন্ডে মেকআপের সময় মুখের চোয়ালকে দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। এর ফলে মুখমন্ডল হয়ে উঠেছে তীক্ষ্ণ আরও সুন্দর ভাবে ফুটে উঠেছে মুখের আকৃতি। স্বাভাবিকভাবেই দেখতে লাগছে আরও আকর্ষণীয়।
View this post on Instagram
এই ট্রেন্ডের অনুপ্রেরণা কে?
ভিক্টোরিয়া সিক্রেটের সুপার মডেল বেলা হাদিদ সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানে তার দুই অনুগামী একজন টিকটক ইনফ্লুয়েনসার ও অপর জন সম্ভবত ইনস্টাগ্রাম ইউজার বেলা হাদিদের ছবি থেকে বুঝতে পারেন যে মডেল তাঁর জলাইনে হাইলাইটার ব্যবহার করেছেন। এর ফলে মুখের আকৃতি আরও ধারালো ও আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে মডেল আদেও হাইলাইটার ব্যবহার করেছেন কিনা তা জানা যায়নি তবে এখান থেকেই অনুপ্রেরণা নিয়ে ওই টিকটক বিউটি ইনফ্লুয়েন্সার এই বিউটি ট্রেন্ড চালু করেছেন। আর অল্প সময়ের মধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে এই মেকআপ স্টাইল।
এই জ লাইন কনটোরিং (jawline contouring) ঠিক কি?
সত্যি বলতে এই কনটোরিংয়ের মাধ্যমে মেকআপ আর্টিস্টরা মুখের আকৃতিকে আরও তীক্ষ্ণ ও ধারালো করে দেয়। নানা রকম ভাবে এই কনটোরিংয়ের করা যায়। তাই কীভাবে কনটোরিংয়ের কাজ করা হবে তা নির্ভর করছে আপনার মুখের আকৃতির ওপর। প্রত্যেক মুখ আলাদা তাই সেই মতো হবে ব্লাশিং, কনটোরিং ও বেকিংয়ের কাজ। এই সবের রয়েছে বেশ কিছু নিয়ম যা অক্ষরে অক্ষরে পালন করলে তবে চাহিদা মতো লুক পাওয়া যায়।
কীভাবে করতে হয় জ লাইন কন্টোরিং
যারা মেকআপে পটিয়সি তাদের জন্য বলা যায় এই জ লাইন কন্টোরিং অনেকটাই কপাল বা গালের মেকআপ করার মতো। তবে যাদের সদ্য মেকআপে হাতেখড়ি হয়েছে তাদের জন্য রইল জ লাইন কনটোরিং করার পদ্ধতি। এর জন্য প্রয়োজন
ব্রাউন কনসিলার(brown concealer) বা একটা কনটোর কিট(contour kit)
একটা হাইলাইটার (highlighter)
একটি ব্রাশ(brush) ও বিউটি ব্লেন্ডার (beauty blender)
জ লাইন কনটোরিং করুন এইভাবে-
পুরো মুখে কনটোর করার সময়, চোয়ালের হাড়ের সামান্য ওপরে ডার্ক কনসিলার দিয়ে দাগ কেটে নিন।
এবার আপনার সুবিধেমতো বিউটি ব্লেন্ডার ও ব্রাশ দিয়ে কনটোরের শেডটাকে হেয়ারলাইনের দিকে ব্লেন্ড করতে থাকুন।
ভুলেও নীচে অর্থাত্ ঠোঁটের দিকে ব্লেন্ড করবেন না। এতে আপনার গালে বাড়িত ডেপথ তৈরি হবে যেটা এই মেকআপে আমরা একদমই চাইছি না।
আবার হেয়ারলাইনের দিকে ব্লেন্ড করার সময় বাড়াবাড়ি করবেন না। হার্ড লাইন্সগুলো যেরকম আছে থাকতে দিন।
এবার একেবারে জ লাইনে হাইলাইটার লাগিয়ে ভাল করে ব্রাশ বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন।
যতক্ষণ ,পর্যন্ত চোয়ালের হাড় বোঝা না যায় ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন। এই সময় হাইলাইটার চোয়ালের সামান্য ওপরে ও নীচে যাবে তা যেতে দিন। এর ফলে ফাইনার লুক আরও ন্যাচারাল দেখাবে।
যদিও এই জ লাইন কন্টোরিং মেকআপে নতুন কিছু নয় বলিউডে প্রায় অনেকদিন ধরেই এর চল আছে তবে বলা বাহুল্য এই জ লাইন কন্টোরিংয়ে মেকআপে নতুন প্রাণের সঞ্চার করলেন ভিক্টোরিয়া সিক্রেটের বেলা হাদিদ। তার হাত ধরেই এখন ভার্চুয়াল ওয়ার্ল্ড কাঁপাচ্ছে এই মেকআপ স্টাইল।