ওয়েব ডেস্ক: বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টি শুরু, আর ভিজে রাস্তাঘাট। যদিও, এবছর সময়ের আগেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। আর এই সময় ঘুরতে যাওয়া মানেই একটা অ্যাডভেঞ্চার ব্যাপার। বিশেষ করে পাহাড়ের সৌন্দর্য এই বর্ষাকালেই থাকে দেখার মত। পাহাড়ের গাছগুলো দেখে মনে হয় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। একটু ঝুঁকি থাকলেও এই সময়টা বেছে নেন অনেকেই। কিন্তু বর্ষাকালে ঘুরতে গেলে ব্যাগে নিতে হবে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস।
বর্ষাকাল মানে রোগের আঁতুড়ঘর। তাই ঘুরতে গেলেও খুব সাবধানে থাকতে হবে সকলকে। আর যে জিনিসগুলো খুব দরকার সেগুলো অবশ্যই সঙ্গে নিতে হবে। তার মধ্যে ছাতা তো আছেই। ছাড়াও নিতে হবে বেশি জামা কাপড়, জুতো, স্যানিটাইজার, প্লাস্টিক এগুলোও।
আরও পড়ুন: শিশুদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে চোখের ক্যান্সার রেটিনোব্লাস্টোমা!
ঘুরতে গিয়ে বৃষ্টিতে ভিজতেই পারে জামা কাপড়, তার জন্য সঙ্গে রাখতে হবে আরও কিছু। ভিজে জামা কাপড় বেশিক্ষন পড়ে থাকলেই মাথা চাড়া দিয়ে উঠবে জ্বর-সর্দি-কাশি। সঙ্গে নিতে হবে একজোড়া জুতোও। যদিও, বর্ষাকালে জলনিরোধক জুতো পড়াটাই বেশি প্রয়োজন। কারণ বেশিক্ষন ভিজে জুতো পড়লেই পা সাদা হয়ে যায়, সেখান থেকে হতে পারে নানান রোগ।
বর্যাকালে সংক্রমনের মাত্রা বেশি, তাই অবশ্যই সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। খাওয়ার আগে বা চোখে মুখে হাত দেওয়ার আগে অবশ্যই স্যানিটাইজার লাগাতে হবে। তাহলে অনেকটাই সুরক্ষিত থাকা যাবে সংক্রমন থেকে। পাশাপাশি অবশ্যই ব্যাগে মনে করে ঢোকাবেন বেশ কিছু প্লাস্টিক। মোবাইলফোন, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, টাকা পয়সা সব ভিজে গেলে মুশকিল, তাই বৃষ্টিতে নিজে ভিজলেও সেগুলোকা বাঁচাতে হবে সবার আগে।
বর্ষাকালে ঘুরতে যেতে কার না ভালো লাগে। তবে যাওয়ার আগে ব্যাগটা গোঁছাতে হবে একটু সময় নিয়েই। আর অবশ্যই ব্যাগে নিতে হবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো।
দেখুন অন্য খবর