কলকাতা: ভারত (India) হল নদীমাতৃক দেশ। এই দেশের বুক চিরে অজস্র নদী (River) বয়ে গিয়েছে। যার মধ্যে অনেক নদীকে পবিত্র রূপে ধরা হয়। আবার এমন অনেক নদী রয়েছে যেগুলি রহস্যে ঘেরা। আমরা সকলেই জানি নদীতে যদি এগিয়ে যেতে চান এবং ডুবে যাওয়া এড়াতে চান, তাহলে তার স্রোতের বিপরীতে সাঁতার কাটবেন না। কিন্তু জানেন কি ভারতে এমন একটি নদী আছে যেটি স্রোতের উল্টোদিকে প্রবাহিত হয়। একথা শুনতে বেশ অবাক লাগলেও এটাই সত্যি।
ভারতের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ব দিকেই প্রবাহিত হয়। এদেশে এমন একটি নদী রয়েছে যা উল্টোদিকে বয়ে চলছে। বিপরীত প্রবাহ মানে যেখানে দেশের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়, যেখানে নর্মদা নদী তার স্রোতের বিপরীতে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়। নর্মদা নদী ভারতের দুটি বড় রাজ্য গুজরাট এবং মধ্যপ্রদেশের প্রধান নদী। নর্মদাকে মধ্যভারতের ‘জীবনরেখা’ বলা হয়। মাইখাল পর্বতের অমরকন্টক চূড়াতে নদীটির উৎপত্তি।
আরও পড়ুন:Reelection Purulia | HC | পুরুলিয়ায় ফের ভোট চেয়ে হাইকোর্টে বিজেপি
নর্মদা নদীর স্রোতের বিপরীতে প্রবাহিত হওয়ার পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। কথিত আছে যে, সোনভদ্রের সঙ্গে নর্মদা নদীর বিয়ে ঠিক করা হয়েছিল। কিন্তু নর্মদার বন্ধু জোহিলার কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং এতে ক্ষুব্ধ হয়ে নর্মদা সারাজীবন কুমারী থাকার সিদ্ধান্ত নেন এবং স্রোতের বিপরীতে প্রবাহিত হওয়ার সিদ্ধান্ত নেন। ভৌগলিক কারণে জানা যায় যে, এটি আসলে রিফ্ট ভ্যালি বরাবর প্রবাহিত হচ্ছে। রিফ্ট ভ্যালি মানে নদী যে দিকে প্রবাহিত হয়, তার ঢাল বিপরীত দিকে। এই ঢালের কারণে নর্মদা নদীর প্রবাহ পূর্ব থেকে পশ্চিম দিকে। নর্মদা নদী তার উৎস থেকে ১,৩১২ কিলোমিটার পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে।