জুন মাসের পূর্ণিমার চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। আজ সূর্যাস্তের ঠিক পরে এই চাঁদ উঠতে দেখা যাবে দক্ষিণ-পূর্ব দিগন্তের ওপর। বিকেল ৫.২১ নাগাদ পূর্ণ রূপে দেখা যাবে এই স্ট্রেবেরি মুন। আজ পৃথিবীর খুব কাছে থাকবে চাঁদ। এর ফলে অন্যান্য দিনের তুলনায় আজকের চাঁদ আকারে আরও বড় ও বেশ উজ্জ্বল দেখাবে। তাই এই চাঁদকে সুপার মুনও বলা হয়। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী আজ শুক্র এবং মঙ্গল গ্রহও দেখা যাবে।
কীভাবে শুরু হয় চাঁদের এই নামকরণ প্রক্রিয়া
১৯৩০সাল থেকে চাঁদের এই মনোরম রূপ দেখে সুপার মুন নামটি প্রথম ব্যবহার করেন কৃষক আলমানেক। সেই সময় এপ্রিলে মাসে চাঁদের যে রূপ দেখা গিয়েছিল তা দেখে তখন পিঙ্ক মুন নামও দেওয়া হয়। আমেরিকার বিশেষ একটি গাছের নামে সুপার মুন নামটি রাখা হয়।
The Moon is at its brightest and largest ?
Watch the sky at 7:52am ET (11:52 UTC) on June 14 to gaze upon the Strawberry supermoon—when the Moon is both in its full phase and near perigee, or its closest point in orbit around Earth.
Read our Moon guide: https://t.co/K0xnkQwDMc pic.twitter.com/HfbIUAgprR
— NASA (@NASA) June 13, 2022
জুন মাসের পূর্ণিমার চাঁদকে কেন বলা হয় স্ট্রবেরি মুন?
পূর্ণিমার এই চাঁদ দেখতে যতই মনোরম হোক না কেন এর স্ট্রবেরির সঙ্গে কোনও সাদৃশ্য নেই। বরং এই চাঁদ বেশ বড় এবং সোনালি রঙয়ের দেখতে হয়। তা হলে কেন এই নাম? জানা গেছে চাঁদের এই মনোরম রূপে মুগ্ধ হয়ে প্রথম স্ট্রবেরি মুন নামটি দেয় উত্তর আমেরিকার অ্যালগনকুইন উপজাতির মানুষ। কারণ, যে সময় আকাশে চাঁদের এই রূপ দেখাছিল সেটা ছিল উত্তর আমেরিকায় স্ট্রবেরির ফসল কাটার মাস ।
তবে শুধু স্ট্রবেরি মুন নয় জুন মাসের সুপার মুনের রয়েছে একাধিক নাম যেমন হানি মুন, রোজ মুন বা হট মুন।
স্ট্রবেরি মুন – এই সময়ে উত্তর আমেরিকায় স্ট্রবেরি ফসল পাকতে শুরু করে, তাই এই নাম।
হানি মুন- অন্যদিকে ইউরোপে স্ট্রেবেরি মুনকে হানি মুন ও বলা হয় কারণ জুন মাসের শেষের দিকে মধু সংগ্রহের সময়।
রোজ মুন- ইউরোপে এই সুপার মুনের আর একটি নাম হল রোজ মুন। এ সময় গোলাপ তোলা হয় তাই এই নাম।
হট মুন – এই দিন থেকে নিরক্ষরেখার উত্তরে গ্রীষ্মকাল শুরু হয়। এই কারণে এটিকে উত্তর গোলার্ধে হট মুন বলা হয়।
ভারতে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বট সাবিত্রি পূর্ণিমা নামে পরিচিত।
(ছবি সৌ: NASA/Joel Kowsky)