সানস্ক্রিনের উপকারিতা নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই। তবে আপনার ত্বক অনুযায়ী কোন সানস্ক্রিন ব্যবহার করলে ভাল ফল পাবেন সেটা জানাও অত্যন্ত আবশ্যক। সানস্ক্রিন কেনার ক্ষেত্রে এই দিকগুলো যাচাই করে নেওয়া দরকার।
প্রথমেই দেখে নিন আপনার পছন্দের সানস্ক্রিন ব্রড স্পেক্ট্রাম প্রোটেকশন দিচ্ছে কি না। ব্রড স্পেক্ট্রাম মানে সূর্যের অতি ক্ষতিকারক UVA ও UVB রশ্মি থেকে সুরক্ষা দিতে পারবে কি না। একইসঙ্গে সান প্রোটেকশন ফ্যাক্টর (SPF) তিরিশ ও তার উপর কি না এবং জল প্রতিরোধ ক্ষমতা আছে কি না, দেখে নিন। ত্বকের ধরন অনুযায়ী বাজারে সানস্ত্রিন ক্রিম, লোশন, অয়েন্টমেন্ট, জেল ওয়্যাক্স স্টিক ও স্প্রে হিসেবে পাওয়া যায়।