এখন রূপচর্চার বাজার কাঁপাচ্ছে কোরিয়ান বিউটি ওয়ার্ল্ডের (Korean Beauty World) ফ্যাশন ও স্টাইল। তবে কোরিয়ান ফ্যাশনিস্তাদের চমকেও মলিন হয়ে যায়নি জে বিউটি(J Beauty). এই রূপচর্চায় সামগ্রীর ভিড় নেই, বরং ত্বকের পরিচর্যায় মিনিম্যালিস্টিক অ্যাপ্রোচের (যত কমে সম্ভব কাজ সারা)জন্য নতুন করে জনপ্রিয় হচ্ছে জ্যাপান বিউটি ওয়ার্ল্ডের রূপচর্চা ও মেকাপের পদ্ধতি। জাপানিদের মতে প্রত্যেক মানুষই নিজের মত করে সুন্দর তাই অযথা কোনও বিশেষ ধরনের সাজ বা মেকআপের নিজের সাজকে আটকে না রেখে। তাই কোরিয়ান বিউডি রিজিমের ১০ ধাপে ত্বকের পরিচর্যার বদলে জাপানিরা ত্বক পরিচর্যার কাজ সারেন পাঁচ ধাপেই। আর এই পাঁচ ধাপ কী কী দেখে নিন-
অয়েল বেস্ড ক্লেনজারের ব্যবহার
ত্বক পরিষ্কার যে কোনও রূপচর্চার প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ। তাই বাড়ি ফিরে ত্বক পরিষ্কারের সময় অয়েল ক্লেনজার ব্যবহার করে মেকআপ তুলে নিতে হবে। এবং ক্লেনজার দিয়ে পরিষ্কার হয়ে গেল ইষদুষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে মেকআপের পাশাপাশি ত্বকের অতিরিক্ত সিবাম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।এক্ষেত্রে অয়েল ইনফিউসড যেমন আর্গান অয়েল যুক্ত ক্লেনজার ব্যবহার করতে পারেন।
ফোম ক্লেনজার
দ্বিতীয় ধাপে ওয়াটার বেস্ড ফোমিং ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এতে ত্বক আরও ভাল ভাবে পরিষ্কার হবে এবং ত্বকের ক্ষতি হবে না। জাপানের বিউটি এক্সপার্টরা ত্বকের উপর বেশি চাপ দেওয়া কিংবা ত্বক ঘষার পক্ষপাতি নন। এক্ষেত্রে উপাদান হিসেবে ল্যাক্টিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে কিংবা কমলা লেবু বা পাতিলেবুর নির্যাস আছে তেমন ক্লেনজার ব্যবহার করতে পারেন।
এসেন্স টোনার
কে-বিউটি গ্লাস স্কিন কে শ্রেষ্ঠ মানা হয়। কিন্তু জে-বিউটিতে মোচি স্কিন- ই হল আসল সৌন্দর্য্য। এই মোচি শব্দের অর্থ হল নরম, তুলতুলে, গোলগাল। আর তাই এই রকম ত্বক পেতে ত্বকে জল ও তেলের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। আর ঠিক এই ভারসাম্যটাই বজায় রাখে এই এসেন্স টোনার। ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের পুষ্টিকর উপাদানগুলি ত্বকের গভীরে বিভিন্ন স্তরে পৌঁছতে দিতে সাহায্য করে।তাই ওয়াটার বেস্ড এবং উপাদান হিসেবে হায়ালিউরোনিক অ্যাসিড রয়েছে এ রকম এসেন্স টোনার ব্যবহার করতে পারেন।
স্কিন এমালসান
এসেন্স টোনারের কাজ দীর্ঘমেয়াদি করে এই স্কিন এমালসন। জল ও তেলের তৈরি এই উপাদান অন্যন্য ময়শ্চারাইজার বা ক্রিমের তুলনায় বেশ হাল্কা। জে বিউটিতে এসেন্সে টোনারের ব্যবহারের পর এই স্কিন এমালসন ব্যবহার করা হয়। জাপানি বিউট ওয়ার্ল্ডে রূপচর্চার ক্ষেত্রে চালের ব্যবহারের প্রচলন আছে। তা এই এমালসানে যদি উপাদান হিসেবে চাল, বা রাইস ব্রান অয়েল থাকে তাহলে ভাল কাজে দেয়। এই ধরনের উপাদান অতি সংবেদনশীল ত্বকের ক্ষেত্রেও বেশ উপযোগী।
ময়শ্চারাইজার
শেষ ধাপ তবে ক্লেনজিংয়ের মতই অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা । এতক্ষণ পর্যন্ত ত্বকের যত্ন নিতে যা যা করা হল সেগুলো যাতে ভাল ভাবে কাজ করতে পারে তার জন্য অত্যন্ত আবশ্যক এই ময়শ্চারাইজার। আর এর জন্য ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতার জোগান দেয় ময়শ্চারাইজার। এক্ষেত্রে হায়ালিউরোনিক অ্যাসিড বা ভিটামিন ই যুক্ত ক্রিম বা লোশন বা জেল ব্যবহার করতে পারেন।
তা আপনি কোনটা বাছবেন ক-বিউটি না জে-বিউটি রিজিম, জানাতে ভুলবেন না।
ছবি সৌজন্য: Pixabay/ Pexel