ভালবাসার সম্পর্কের মতো সুন্দর এবং একইসঙ্গে জটিল আর কোনও সম্পর্ক হয়না বললেই চলে। ভালবাসাকে ঘিরে থাকে অধিকারবোধ ও প্রত্যাশা। আর এই প্রত্যাশা ও অধিকারবোধই ভুল বোঝাবুঝির সূত্রপাত। তাই ভালবাসার সম্পর্ক নিয়ে পুরুষ ও মহিলা দুজনেই সমান যন্তবান হলেও মহিলাদের অভিব্যক্তি হয় বেশি। সেই তুলনায় পুরুষরা নিজেদের মনের ভাব সে ভাবে বুঝিয়ে উঠতে পারেন না। আর এখানেই অনেক শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। আপনার সাথে যদি ঠিক এমনটাই হয়। তাহলে আপনার পুরুষ বন্ধুকে ভুল বুঝবেন না। বরং একটু ধৈর্য্য ধরে তাদের হাব ভাব লক্ষ্য করুন। হয়ত না বলা অনেক কথা বুঝতে পারবেন আপনি। এর পাশাপাশি এই তাদের এই বিষয়গুলিও লক্ষ্য করতে পারেন যেমন-
যদি আপনার কাছের মানুষ আপনাকে বার বার টেক্সট করেন
হঠাত্ দেখলেন মেঘ না চাইতেই জল! অনেক সময় তাঁর ওপর অভিমান করেছেন, কাজের ফাঁকে একবারও সে আপনার খোঁজ নেয় না বলে। কিন্তু হঠাত্ একদিন দেখলেন ঘন ঘন টেক্ট করছেন উনি। প্রথম টেক্টটা আপনি করেছিলেন ঠিকই কিন্তু দুটো মেসেজেই যে কথা ফুরিয়ে যায়। তার রেশ ধরেই চলছে টেক্সটের বিনিময়। বুঝবেন আপনাকে ভীষণ মিস করছেন তিনি। আপরনার কাজে ব্যাঘাত ঘটাতে চান না তাই কল করেননি কিছুটা আবেগতাড়িত হয়েই টেক্সট করছেন। যদি তার মনের কথা বুঝতে পারেন আপনি।
আপনার ব্যাপারে কৌতূহলি
এট ঠিক আপনার প্রতিবেশীদের কৌতূহলের মত নয়। তাঁর কৌতূহল আপনার জীবনের ছোট ছোট বিষয় নিয়ে। সামান্য আলাপ থেকে বন্ধুত্ব কিন্তু সে আপনাকে নিয়ে তাঁর অনেক প্রশ্ন। তিনি যে শুধু প্রশ্ন করে তাই নয়। নিজের ছোটো খাটো ভাললাগার বিষয়গুলো আপনার সঙ্গে ভাগ করে নিতে চায় সে। হয়ত সম্পর্ক নিয়ে আরও একধাপ এগোতে চাইছেন তিনি। আপনার ভাল লাগা মন্দ লাগা সবকিছুই জানতে চাইছেন।
তাঁর কথা ফুরোয় না
এমনিতে হয়ত তিনি কম কথার মানুষ, কিন্তু আপনাদের কথা ফুরোলেও কথা শেষ হয় না। আপনি অনেক সময় চুপ করে গেলেও একটার পর একটা কথা খুঁজে আলোচনা চালিয়ে যান তিনি।
দেখা করার ইচ্ছেপ্রকাশ
আজকের যুগে সকলেই ব্যস্ত। সকাল থেকে রাতে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার নিত্যদিনেক লড়াই ব্যস্ত সকলেই। বন্ধু, আত্মীয়, কাছের মানুষ টেক্সটের মাধ্যমেই যোগাযোগ রাখেন অধিকাংশ মানুষ। এই রকম পরিস্থিতি তে টেক্সট করলেই কথায় কথায় তিনি জানিয়ে দেন যে তিনি আপনার কলের অপেক্ষায় রয়েছেন। কিংবা আপনার পক্ষে কবে কখন দেখা করা সম্ভব তা নিয়ে ঘুড়িয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেন।
উত্তর দিতে দেরি করেন না
হয়ত তিনি চূড়ান্ত ব্যস্ত, আপনিও জানেন। তাও হয়ত কোনও কারণে তাঁকে কল করেছেন। তিনি কল রিসিভ করতে না পারলেও সত্ত্বর টেক্সট করেন। মনে মনে আপনিও যানেন যত ব্যাস্ততাই থাকুক না কেন, এরকম একদিনও হয়নি যে আপনার কোনও একটা মেসেজ বা টেক্সটের উত্তরও তিনি দেননি। এর মানে তিনি আপনার প্রতি যথেষ্ট যত্নবান। এবং সময়ে অসময়ে তিনিও আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করেন।