গরমকাল পা ঘেমে একাধিক সমস্যার সৃষ্টি হয়। পা ঘেমে যাওয়ার পর তা ভালভাবে পরিষ্কার করা না হলে সেখানে ব্যাক্টেরিয়া সংক্রমণ হতে পারে। এই নিয়ে ঠিক সময় পদক্ষেপ না নিলে বিপদ আরও বাড়ে। পা থেকে দুর্গন্ধ বেরোয়, র্যাশ বা ফুট ফাংগাসের মত সমস্যার সৃষ্টি হয়। আর গরমে পায়ের এই পরিস্থিতিতে যাতে আপনাকে বিব্রত হতে না হয় তার জন্য প্রত্যেকদিন পা পরিষ্কার করুন। গরমকাল পায়ে ব্যাক্টেরিয়া ও ফাংগাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তাই বাড়ির বাইরে বেড়োলে বাড়ি ফিরে পা ভাল করে ধুয়ে ও মুছে নিতে হবে। আর রোজ স্নান করার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন, যেমন-
গরমকাল ও ফাংগাস সংক্রমণ
এই মরসুমে আবহাওয়ার আর্দ্রতা ও প্রচণ্ড গরমে ফাংগাস সংক্রমণের প্রবণতা বেড়ে যায় কয়েকগুণ। পায়ে ফাংগাস সংক্রমণকে অ্যাথলিটস ফুট বলা হয়। এই সমস্যায় প্রথমে পায়ের চামড়া শুকিয়ে যায়, স্কেলস পড়তে শুরু করে এবং পরে পায়ে চুলকানির সমস্যা দেখা যায়। এই অবস্থায় অবিলম্বে চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে অ্যান্টি ফাংগাল ওষুধ ও মলম ব্যবহার করা উচিত।
গরমকালে এই সব কারণে হয় ফুট ফাংগাস-
পায়ের যত্ন নিতে এই ঘরোয়া টোটকা কাজে লাগান-