এই বৃষ্টি এই রোদ। আবহাওয়ার খামখেয়ালিপনায় যেই একটু অসতর্ক হয়েছেন সেই বিপদে পড়েছেন। টানা কয়েকদিন মেঘলা থাকায় সানস্ক্রিন না লাগিয়ে বাড়ির বাইরে গিয়েই সমস্যায় পড়েছেন। দুদিনের চড়া রোদেই সান ট্যান এখন আপনাকে ভাবিয়ে তুলেছে। চিন্তার কিছু নেই বাড়িতেই সহজ উপায়ে সান ট্যান সারিয়ে নিন এইভাবে।
টমেটো ও ইয়গহার্টের প্যাক
সান ট্যানের ক্ষেত্রে খুবই কাজে দেয় টমেটো। টমেটো পাল্প নিয়ে তাতে লেবুর রস ও ১ বড় চামচ ইয়গহার্ট মেশান। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। প্রায় ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তফাতটা নিজেই বুঝতে পারবেন।
লেবুর রস ও মধুর প্যাক
সান ট্যান সরাতে পাতি লেবুর রস খুবই কাজের। তবে ।যেহেতু লেবুর রস খুবই শক্তিশালি তাই লেবুর রস সরাসরি মুখে না লাগিয়ে বরং মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগান। উপকার পাবেন।
দুধ ও স্ট্রবেরির তৈরি প্যাক
ত্বকের তারুণ্য ও জৌলুষ ধরে রাখতে দুধের জবাব নেই। সান ট্যান সারাতেও দুধ সমান কার্যকরী। এদিকে স্ট্রবেরিতে যে উপাদান রয়েছে সেগুলি ত্বক ফর্মা করতে খুবই কার্যকরী। তাই স্ট্রবেরি ও দুধের তৈরি মাস্ক লাগালে ভাল ফল পাবেন। খুব সহজেই এই মাস্ক তৈরি করতে পারেন। দুধের মধ্যে স্ট্রবেরি চটকে নিন এবং ওই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ট্যানের প্রভাব অনেকটা কমবে। ট্যানের কারণে ত্বকের হারানো আর্দ্রতা ফিরে আসবে।
অ্যালোভেরা জেল
ত্বকের যত্নে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। তাই সান ট্যানের ক্ষেত্রে অ্যালোভেরার জেল মুখে ভাল করে ঘষে নিন। এতে রোদে পোড়া ত্বকের আরাম হবে। এবং দাগ ছোপও কমবে।
বেসন এবং টক দই
মুখ পরিষ্কার করতে বেসন ও দইয়ের এই প্যাক আজকের নয়। মা ঠাকুমার যুগ ধরে ত্বক পরিচর্যার এই উপায় দারুন হিট। কী করবেন? বেসন ও দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। এটা মুখে ভাল করে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।