বিউটি ওয়ার্ল্ডে ফেস সিরাম এখন ট্রেন্ডিং। ফেস সিরাম শুধু যে ত্বক ময়শ্চারাইজ করে তাই নয় বরং ত্বক হাইড্রেট করতেও এটা খুবই কার্যকরী। বাজার ছেয়ে রয়েছে নামী দামী বিউটি ব্র্যান্ডের একাধিক ফেস সিরাম। তবে বাজার থেকে কেনা ফেস সিরামের রাসায়নিকে যাতে আপনার ত্বকের কোনও ক্ষতি না হয় তার জন্য বাড়িতেই বানিয়ে নিতে পারেন ভিটামিন ই সিরাম।
ভিটামিন সি ও ভিটামিন ই দিয়ে এভাবে তৈরি করুন সিরাম
ভিটামিন সি ও ভিটামিন ই, ত্বকের জন্য এই দু’ই ভিটিমিন অত্যন্ত আবশ্যক। এই দুই ভিটামিন ত্বকের স্বাস্থ্য ভাল করে এবং ত্বকের জৌলুস কয়েকগুণ বাড়িয়ে তোলে। এই সিরাম বানাতে প্রয়োজন
উপকরণ
ভিটামিন ই- ১ ক্যাপসুল
ভিটামিন সি- ২ টেবিল চামচ
গ্লিসারিন- ১ চামচ
গোলাপ জল- ২ চামচ
অ্যালোভেরা জেল- ১ চামচ
সিরাম বানানোর বিধি-
একটি কাঁচের পাত্রে গোলাপ জল ও অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিন। এই দুই উপকরণ ভাল ভাবে মিশে গেলে এবার এতে ভিটামিন সি-র ট্যাবলেট বেঁটে পাত্রে রাখা মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। এবার ভিটামিন ই ক্যাপসুলের মুখ কেটে ভেতরের তরল পদার্থ পাত্রে রাখা মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন। এবার এতে গ্লিসারিন মেশান। এবার এই সবকটি উপকরণ ভাল করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। একদিন ফ্রিজে রাখার পর এবার প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণ মুখে লাগিয়ে ভাল করে মাসাজ করে নিন। ত্বকের জৌলুস দেখে অবাক হবেন।
ভিটামিন ই ও ডিস্টিল্ড ফেস সিরাম((Vitamin E & distilled face serum)
ভিটামিন ই ও ডিস্টিল্ড ওয়াটার দিয়ে তৈরি করা ফেস সিরাম ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে। এর ফলে ত্বক ভেতর থেকে যেমন পরিষ্কার হয় তেমনি এই সিরাম ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে কয়েকগুণ। কীভাবে বানাবেন এই ফেস সিরাম
উপকরণ
ভিটামিন ই তেল- ১ চামচ
ডিস্টিল্ড ওয়াটার- ১ চামচ
অ্যালোভেরা জেল- ১ চামচ
কীভাবে বানাবেন সিরাম দেখে নিন-
প্রথমে একটি পাত্রে অ্যালোভেরা জেল ও ভিটামিন ই তেল ভাল করে মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণে ডিস্টিল্ড ওয়াটার মিশিয়ে একটি স্প্রে বোতলে রেখে দিন। প্রতিদিন এই সিরাম ব্যবহার করুন। মুখে মাখার সময় আলতো হাতে মাসাজ করে নিন।