গোলাপ জাম খেতে চান? সহজ উপায় বাড়িতেই বানিয়ে নিন রইল উইকেন্ড হোক বা বাড়িতে বিশেষ কোনও দিন কিংবা তীব্র মিষ্টি মুখের আকাঙ্খা, বাইরে থেকে না কিনে বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন সুজির গোলাপজাম। এই গরমে এমনিতেই হজম ও পেটের সমস্যায় ভোগেন অনেকেই। ময়দার বদলে সুজি বেশ সহজপাচ্য। তাই যাদের ময়দায় সমস্যা তারাও মন ভরে পছন্দের এই মিষ্টির স্বাদ নিন নিশ্চিন্তে। খেতে যেমন ভালো তৈরি করাও তেমন সহজ। রইল সুজির তৈরি গোলাপজামের রেসিপি।
গোলাপ জাম বানানোর প্রয়োজনীয় উপকরণ-
গোলাপজাম বানানোর বিধি
ব্যস, একেবার নরম তুলতুলে জোলাপজাম তৈরি।
(ছবি সৌ: Unsplash)