কাজলের কাজ চোখকে আরও সুন্দর করে তোলা। কিন্তু এই কাজল যদি চোখে জল আনে তা হলে সতর্ক হওয়া প্রয়োজন। অনেকের ত্বকের বা চোখ তুলনামূলক বেশি সংবেদনশীল হয়। এর ফলে বাজারের রাসায়নিক যুক্ত যেকোনও প্রসাধন সামগ্রী ব্যবহার করলে সমস্যার সৃষ্টি হয়। ত্বকের ক্ষেত্রে পরীক্ষা নিরিক্ষা তাও চলে তবে চোখ নিয়ে ছেলে খেলা ঠিক নয়।
বাজারে যে কাজল বা কাজল পেনসিল পাওয়া যায় সেগুলো সাধারণত স্টিবনাইট নামক একটি পদার্থ পিষে বানানো হয়। এর অনেকগুলি সাইড এফেক্টের মধ্যে একটি হল এই কাজল ব্যবহারের পর অ্যালার্জি হওয়া। আর এই অ্যালার্জি থেকে চোখ জ্বালা, চোখে জল আসা কিংবা চোখ লালও হয়ে যেতে পারে। বেশি বাড়াবাড়ি হলে কোর্নিয়াল আলসার কিংবা কানজাঙ্কটিভাইটিসের মত সমস্যাও হতে পারে।
এই কারণেই ইদানীং অনেকে বাজার থেকে কাজল না কিনে বাড়িতেই কাজল তৈরি করে নেন। তবে এই কাজটি করার সময়ে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে মেনে চলাই ভাল।
কাজল বানাতে এই উপকরণগুলো ব্যবহার করুন
খাঁটি ঘি বা তিলির তেল
রূপোর বা কোনও ধাতুর প্রদীপ
মোটা তুলোর সলতে
তামার প্লেট
এইভাবে কাজল বানিয়ে ফেলুন
কাজল লাগানোর আগে চোখের ওপর অল্প ট্যালকাম পাউডার লাগিয়ে নিন। চোখের ভিতরে বেশি কাজল ব্যবহার করবেন না। চোখের পাতা ঘন করতে আমন্ডের কাজল ব্যবহার করতে পারেন। এতে চোখও ভাল থাকবে।
যাঁরা কাজল পড়তে ভীষণ ভালবাসেন তাঁরা এই নিয়মগুলো মেনে চলুন