রূপচর্চায় শিট মাস্কের গুনে আপনি মুগ্ধ। গোটা সপ্তাহের ক্লান্তি যখন মুখে ছাপ ফেলে আপনাকে চিন্তিত করে তোলে, তখন সপ্তাহন্তে এই শিট মাস্কেই মুখ ঢাকেন। ঘন্টাখানেকের অপেক্ষার পর শিট মাস্ক সরিয়ে সতেজ ত্বকের জেল্লা দেখে মন খুশিতে ভরে ওঠে। তবে ব্যবহারের শেষে অনেকদিন-ই ভেবেছেন এত ময়শ্চারাইজার যদি ব্যবহার করা যেত তা হলে বেশ ভাল হত। আপনি চাইলে এই সিরাম অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন। আপনার ত্বকের যে ময়শ্চারাইজার এত ভাল কাজ করে তা ফেলে দেওয়ার কোনও মানেই হয় না। বরং যত বেশি ব্যবহার করা যায় ততই ভাল। তাই শিট মাস্কের কভারের অবশিষ্ট সিরাম কীভাবে ব্যবহার করবেন জেনে নিন-
ময়শ্চারাইজার
শুষ্ক ত্বকে দারুণ কাজ করে শিট মাস্কের সিরাম sheet mask serum। মুখে শিট মাস্ক লাগানোর পর ওই মাস্ক আপনি গলায় বা হাতে ব্যবহার করতে পারেন। এই মাস্ক ব্যবহারের পর এক মুহূর্তে আপনার ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পাবেন।
অতিরিক্ত সিরাম তুলে রাখুন
যদি আপনার কাছে সিরাম (serum) ছাড়া শিট মাস্ক থাকে। তাহলে নতুন শিট মাস্কের ওপর এই শিট মাস্ক রেখে অতিরিক্ত সিরাম আগের শিট মাস্কে নিয়ে নিন। এবং গুছিয়ে রাখুন। এরপর যখনই আপনার ত্বকের আর্দ্রতা প্রয়োজন হবে এই শিট মাস্ক লাগিয়ে নিন।
কম খরচে রূপচর্চা
ব্রণ বা অ্যাকনে(acne) সারানো, দাগ ছোপ দূর করা ও মুখের জেল্লা ফিরিয়ে আনা। ত্বকের এই সব চাহিদা মেটানোর জন্য বিভিন্ন রকম সিরাম ব্যবহারের বদলে এই শিট মাস্ক লাগিয়ে নেওয়া মন্দ নয়। প্রয়োজনীয় উপকরণে পরিপূর্ণ এই শিট মাস্কের ফর্মুলা একাধিকবার ব্যবহার করুন।
বাড়িতে তৈরি রূপচর্চার ফেস মাস্কের সঙ্গে ব্যবহার করুন
শিট থেকে নিয়ে অতিরিক্ত সিরাম আপনি একটি এয়ার টাইট কৌটে (air tight box) ভরে রাখুন। এই কৌটো ফ্রিজে তুলে রাখুন। এবং ঘরোয়া উপায়ে তৈরি ফেস মাস্কে ব্যবহার করুন। প্যাকে ময়শ্চারাইজারের জন্য যে উপকরণ প্রয়োজন তার বদলে এই সিরাম ব্যবহার করুন।
কিউটিকাল কেয়ার
নখের (nails) পরিচর্যায় ব্যবহার করুন। কিউটিক্যাল কেয়ারে (cuticle care) কাজে দেবে। অনেক সময় মুখ ও চুলের ত্বকের পরিচর্যা নিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে হাত ও পায়ের যত্নের কথা অধিকাংশ সময় ভুলে যাই। নখের যত্নে এই সিরাম খুবই কার্যকরী। এই শিট আপনার হাতের বা পায়ের নখের ওপর লাগিয়ে রাখুন। দেখবেন উপকার পাবেন।