একেই প্রচন্ড গরম পড়েছে তার মধ্যে পুজোর ঘোরা ফেরা, খাওয়া-দাওয়ার অনিয়ম তো রয়েছেই। আবহাওয়ার এই বদলের সঙ্গে আপনি মানিয়ে নিলেও আপনার শরীর ঠিক কতটা খাপ খাইয়ে নিতে পেরেছে তা বুঝতে একটু সময় লাগবেই। এদিকে পুজোর মধ্যে শরীর খারাপ হয়ে আনন্দটা যাতে মাটি না হয়ে যায় সেদিকেও নজর দিতে হবে। তাই দিনের বাকি সময়টা খাওয়া দাওয়া নিয়ে বেপরোয়া হলেও সকালের খাবার নিয়ে গা ছাড়া মনোভাব রাখবেন না। তাই ব্রেকফাস্টে পুষ্টি ও স্বাদ দুটোই যাতে বজায় থাকে তার জন্য খেয়ে দেখতে পারেন পিচ অ্যান্ড রাস্পবেরি স্মুদি। ফল ও মধু দিয়ে তৈরি এই স্মুদি শরীরের আর্দ্রতার অভাব কমাবে এবং প্রয়োজনীয় অ্যান্টি অক্সিডেন্টে শরীরের ভিতরে গিয়ে বর্জ্য পদার্থ বাইরে বার করবে।
এই স্মুদি বানাতে প্রয়োজন
উপকরণ
কীভাবে বানাবেন এই স্মুদি
রাস্পবেরিতে প্রচুর পরিমানে ফাইবার, ভিটামিন ও প্রাকৃতিক খনিজ পদার্থ ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে আর ক্যালোরি বেশ কম। তাই ক্যানসার, স্থুলতা, আর্থারাইটিস সহ অন্যান্য শারীরিক সমস্যায় এটা ভীষণ কার্যকরী। পাশাপাশি অ্যান্টি এজিং এজেন্ট হিসেবেও ভাল কাজ করে রাস্পবেরি। এদিকে পিচে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে তাই এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে কার্যকরী। শরীরে যে কোনও ইনফ্লেমেশন সহজে সারিয়ে তুলতে পারে পিচ। এবং পিচের ওয়াটার কনটেন্ট বেশ হাই যা প্রায় ৮৫ শতাংশ। এদিকে এতে রয়েছে ডায়েটারি ফাইবার। তাই পেট দীর্ঘক্ষণ ভরিয়েও রাখবে এই স্মুদি। সব মিলিয়ে পুজোর সময় শরীর ও মনের ক্লান্তি দূর করে নিজেকে রিজুভিনেট করতে দারুণ উপকারী এই স্মুদি রেসিপি।