সকালের খাবারে, কাজের ফাঁকে কিংবা আবার ছুটির দিনে ভাত ঘুম থেকে উঠে কাপ কেকে কামড় বসানোর সুখই আলাদা। এত রকমের যে কাপ কেক রয়েছে যে নাম বলে শেষ করা যাবে না। আর এই কারণেই ছোটে থেকে বড় প্রত্যেকের কাছে ডেজার্ট হিসেবে দারুন জনপ্রিয় এই কাপ কেক। কাপ কেকের বিভিন্ন জনপ্রিয় ফ্লেভারের মধ্যে অন্যতম বাটারস্কচ ফ্লেভার।
ব্রাউন সুগার ও ভ্যানিলা ফ্রস্টিংয়ের তৈরি বাটারস্কচ ফ্লেভারের এই কাপ কেক বানিয়ে ফেলুন খুব সহজে। উত্সবের মরসুমে প্রথাগত মিষ্টির বদলে অতিথি অ্যাপায়নে চমক দিন এই বাটারস্কচ কাপ কেক দিয়ে। রইল রেসিপি।
উপকরণ
কীভাবে বানাবেন বাটারস্কচ ক্রিম কেক দেখে নিন-
ছবি সৌজন্য: YouTube